নতুন বছরে অস্ট্রেলিয়ার বৃহত্তম প্রেস ও মিডিয়া ক্লাবের সদস্যদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। বছরের প্রথম দিনটিতে বার্ষিক বারবিকিউ উদযাপন করতে ক্লাবের সদস্যরা একত্রিত হন। 

বুধবার (১ জানুয়ারি) সিডনির ল্যাম্বার্ট রিজার্ভ পার্কে ক্লাবে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়। ক্লাবের সদস্য ও তাদের পরিবার নিয়ে উচ্ছ্বাস ও উল্লাসে মুখরিত ছিল পুরো দিনটি।

ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক এলিজা আজাদ টুম্পা সদ্য ক্যামডেন কাউন্সিল থেকে কাউন্সিলর নির্বাচিত হওয়ায় বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এই সম্মাননা প্রদান করেন  ক্লাবের সভাপতি রহমতউল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগ দেন সুদূর বাংলাদেশ থেকে আগত এলিজা আজাদের বাবা মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম এবং তার সহধর্মিণী।

অনুষ্ঠানে বিশেষ ভূমিকা পালন করেন ক্লাবের সহ-সভাপতি কাজী সুলতানা শিমি। তিনি সিডনির বিশিষ্ট ব্যক্তি এবং ক্লাবের সদস্যদের তার লেখা বই উপহার দেন। 

ক্লাবের সভাপতি রহমত উল্লাহ বলেন,  প্রতি বছর ১ জানুয়ারি এই দিনটি পরিবারের মিলনমেলা  হিসেবে উদযাপন করা হবে। আপনারা সবাই আগামী বছরের এই দিনে উপস্থিত থাকবেন।

অস্ট্রেলিয়ার বৃহত্তম প্রেস ক্লাব হিসেবে অস্ট্রেলিয়া-বাংলাদেশ প্রেস ও মিডিয়া ক্লাব ইতোমধ্যে প্রতিষ্ঠিত। অসংখ্য সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্বের সমন্বয়ে গঠিত এ সংস্থা সম্প্রদায়ের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এআইএস