জমকালো আয়োজনের মধ্য দিয়ে নববর্ষ-২০২৫ সালকে বরণ করে নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। 

দুবাইয়ে বুর্জ খলিফা, ডাউনটাউন, দুবাই শপিং ফেস্টিভ্যাল, আটলান্টিস, দ্য পাম, বুর্জ আল আরব, ব্লুওয়াটার্স দ্বীপ, আবুধাবির ইয়াস দ্বীপ, আল মারিয়াহ দ্বীপ, সাদিয়াত বিচ ক্লাব, আবুধাবির আল ওয়াথবাত-সহ আমিরাতের বিভিন্ন প্রদেশে জমকালো আয়োজনে নতুন বছরকে বরণ করে নেওয়া হয়।

মঙ্গলবার রাত ১২টায় বুর্জ খলিফার নির্মাতা প্রতিষ্ঠান ইমমার প্রপার্টিসের আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশের ব্যবহারকারী আঁতশবাজি দিয়ে জমকালো উদ্দাম নৃত্যে ও সাম্বার তালে তালে স্বাগত জানানো হয় নতুন বছরকে।

বিশ্বের সবচেয়ে উঁচু বুর্জ খলিফার সামনের বাঁধানো চত্বরে বাংলাদেশি, পাকিস্তানি, ভারতীয় ও অন্যান্য বিদেশি পর্যটকরা বসে থাকেন। ঠিক যখন ১২টা তখন মিউজিকের সুরের তালে তালে অপার্থিব সব বর্ণ ধারণ করে নাচতে শুরু করে। 

মানুষের তৈরি সবচেয়ে বড় দ্বীপ দুবাইয়ে। বিশ্বের অন্যতম ব্যস্ত বিমানবন্দর দুবাইয়ে। এবার নববর্ষ উদযাপনে আরেকটি রেকর্ড করে নিল শহরটি। পাম জুমেইরাহ ও দ্য ওয়ার্ল্ড’ এই দুটি দ্বীপের আকাশে দেখা গেছে আতশবাজির খেলা।

নববর্ষ উপলক্ষ্যে ১ জানুয়ারি এক দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়। আমিরাতের সব কটি শহরকে নববর্ষ উপলক্ষ্যে সাজানো হয়েছে অনন্যরূপে। দুবাই শহরের প্রধান প্রধান সড়ক, সুউচ্চ বিল্ডিং ও বিশেষ স্থানগুলোতে বেলুন আর হরেক রকম বাতি দিয়ে সাজানো হয়।

অন্যদিকে, বড় বড় শপিং মলগুলোতে উৎসবের আমেজ ছিল লক্ষণীয়। আর এসব আয়োজন করা হচ্ছে বিদেশি পর্যটকদের আকর্ষণ করার জন্য।

এমএন