ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিকীকরণের দাবি
ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিকীকরণের দাবি জানিয়েছে সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে।
মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে সম্প্রতি সংগঠনটির উদ্যোগে পূর্বলন্ডনের একটি হলে আলোচনা সভার আয়োজন করা হয়। সেখানে বক্তারা এ দাবি করেন।
বিজ্ঞাপন
বক্তারা ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে কার্যক্রম শুরু করা, ভাড়া বৈষম্য দূরীকরণসহ নো ভিসা ফি বাতিল করার জন্য বর্তমান সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন।
তারা বলেন, প্রবাসীদের আর কত অবহেলা, প্রতিশ্রুতি দেবেন। বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান এবার শুধু কথা নয়, বাস্তবায়ন করে দেখান।
এছাড়া দেশে প্রাতিষ্ঠানিক গণতন্ত্র কায়েম করতে হবে। সব ধরনের দুর্নীতি ও সন্ত্রাস রোধে একটি স্বাধীন বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করে বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে সম্পূর্ণ পৃথক ও রাজনৈতিক প্রভাব মুক্ত রেখে রাজনৈতিক অপসংস্কৃতি দূর করে বিশেষ ব্যবস্থা গ্রহণ করে নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে হবে।
আলোচনা সভায় সংগঠনের সভাপতি বিশিষ্ট মোহাম্মদ আবুল লেইছের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. ছানাওর আলী কয়েছের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা তরিকুল ইসলাম।
আলোচনায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন বিবিসিসিআই’র প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর শাহগীর বখত ফারুক। বিশেষ অতিথি হিসেবে ছিলেন- চিফ অ্যাডভাইজার আহবাব মিয়া, কাউন্সিলর ভিপি ইকবাল হোসেন, কাউন্সিলর ফয়জুর রহমান, কামরুজজামান চৌধুরী, সাবেক চেয়ারম্যান নুরুল আমীন, ব্যারিস্টার রফিক আহমদ, আলাউদ্দিন আহমদ মুক্তা, সিলেট ছাতক সমিতির সাবেক সভাপতি ফজর আলী, মজির উদ্দীন, অ্যাডভোকেট আমীর উদ্দীন, এম এ আজিজ,আবদুল মালিক কুটি, প্রফেসর ওমর ফারুক, নজরুল ইসলাম, ইকবাল হোসেন, রেদোয়ান খান, আব্দুর রব, আবুল মনসুর রুমেল, মিজানুর রহমান হিরু, জুলহাস চৌধুরী, মাওলানা আবদুল ওয়াদুদ মুফতি, মাছুম তালুকদার, ফারুক আহমদ, জিলু আহমদ, আবদুল বাছিত শেলু, নজির উদ্দীন, দিলবর আলী, আবুল কাসেম আলীম, আমীর হোসেন, তফজ্জুল আলী, আবুল হোসেন, মকবুল আহমদ, ছৈল মিয়া, আব্দুস সোবহান ও মিলন আহমদ প্রমুখ।
এমএ