আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন করেছে ব্রুনাইয়ের বাংলাদেশ হাইকমিশন। গত ১৮ ডিসেম্বর দেশটির বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে এ অনুষ্ঠান হয়।

ব্রুনাইয়ের সরকারি হাসপাতালের সহায়তায় এদিন সকালে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। হাইকমিশনে-নিযুক্ত কর্মকর্তা/কর্মচারী বিভিন্ন বাংলাদেশি কোম্পানির কর্মচারীদের স্বেচ্ছায় অংশগ্রহণ এবং ব্রুনাইয়ের কিছু নাগরিকের সহায়তায় এই কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়।

দিবস উপলক্ষ্যে বিকেলে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বিভিন্ন কর্মক্ষেত্রে অবদানের জন্য কয়েকজন বাংলাদেশিকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। এরপর রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টার পাঠানো বাণী পাঠ করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে হাইকমিশনার নওরীন আহসান প্রবাসীদের অবদানের প্রশংসা করেন এবং বাংলাদেশ-ব্রুনাইয়ের উন্নয়নে তাদের সেবা অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস ২০২৪-এর তথ্যচিত্র প্রদর্শন করা হয়। সবশেষে বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে ব্রুনাই দারুসসালামে উচ্চ শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা, শ্রমিকসহ বিভিন্ন সেক্টরে কর্মরত ১৫ জন বিশিষ্ট ব্যক্তিকে সম্মানিত করা হয়।

এমএ