ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) প্যারিসের ম্যারির হলরুমে এ উপলক্ষ্যে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহীদদের রুহের মাগফিরাত কামনা করা হয়। অনুষ্ঠানে সুধীজনদের স্বাগত জানান ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা।

দূতাবাসের হেড অব চ্যান্সারি ওয়ালিদ বিন কাশেমের পরিচালনায় আলোচনায় অংশ নেন দূতাবাসের প্রতিরক্ষা সচিব ব্রিগেডিয়ার মিজানুর রহমান, কমার্শিয়াল কাউন্সিলর মিজানুর রহমান। অনুষ্ঠানে রাজনৈতিক ও সামাজিক নেতারা উপস্থিত ছিলেন।

বিজয় দিবসের অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ই-পাসপোর্ট হস্তান্তর করেন রাষ্ট্রদূত খন্দকার এম তালহা।

রাষ্ট্রদূত বক্তব্যে মুক্তিযুদ্ধের শহীদদের রুহের কামনা করেন। এছাড়াও একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য সবার সহযোগিতা কামনা করেন ও ফ্রান্স প্রবাসী বাংলাদেশিদেরকে ওয়েজ অনার্স বোর্ডের মেম্বারশিপ গ্রহণ করে সরকারি সব সুযোগ-সুবিধা গ্রহণ করার আহ্বান জানান।

এসএসএইচ