পর্তুগালে বাংলাদেশ দূতাবাসের বিজয় দিবস উদযাপন
বাংলাদেশ দূতাবাস লিসবন যথাযোগ্য মর্যাদা ও আনন্দমুখর পরিবেশে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন করেছে।
দিনটি উপলক্ষ্যে চার্জ দ্য অ্যাফেয়ার্স লায়লা মুনতাজেরী দিনা দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচির সূচনা করেন। বিকেলে দূতাবাসের আয়োজনে পর্তুগালে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে আলোচনা সভায় মহান বিজয় দিবসের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনায় বক্তারা বাঙালিদের জীবনে মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ক্ষেত্রসহ সবক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতির বিভিন্ন চিত্র তুলে ধরেন।
বিজ্ঞাপন
চার্জ দ্য অ্যাফেয়ার্স লায়লা মুনতাজেরী দিনা তার সমাপনী বক্তব্যে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন ও স্বাধীনতার গৌরবের ইতিহাস উপস্থাপন করেন। তিনি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে সরকার যেসব সংস্কার কার্যক্রম শুরু করেছে, তা বাংলাদেশকে বিশ্বে একটি নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তাছাড়া তিনি ২০২৪ সালের জুলাই-আগস্টের অভ্যুত্থানে আত্মত্যাগকারী ছাত্র, শ্রমিক, জনতার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশাত্মবোধক গানসহ নৃত্য পরিবেশন করেন পর্তুগাল প্রবাসী শিল্পীরা।
জেডএস