পতাকা উত্তোলন, দোয়া, প্রামাণ্যচিত্র প্রদর্শনী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ৮টায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে বিজয় দিবসের অনুষ্ঠান শুরু হয়।

জাতীয় পতাকা উত্তোলন করেন চার্জ দ্য অ্যাফায়ার্স মোহাম্মদ মিজানুর রহমান। পতাকা উত্তোলন শেষে দূতাবাস মিলনায়তনে দ্বিতীয় পর্বের অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করা হয় এবং মহান মুক্তিযুদ্ধ ও জুলাই-আগস্ট অভ্যুত্থানের ওপর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নির্মিত প্রামাণ্যচিত্র ‘আধার পেরিয়ে’ প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে আবুধাবিতে বসবাসরত বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট নেতৃবৃন্দ এবং দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধ এবং ২৪-এর জুলাই-আগস্ট অভ্যুত্থানের সকল শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং বীর যোদ্ধাদের অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন।

তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের মূল চেতনা ও আদর্শের পরিপূর্ণ রূপ দিতেই ২৪ এর জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান। ৭১ ও ২৪ এর শহীদ ও যোদ্ধাদের আকাঙ্ক্ষার সফল বাস্তবায়নে সকলকে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।

এদিকে, দিবসটি উপলক্ষ্যে সংযুক্ত আরব আমিরাতের দুটি মিশনে এক দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।

এমজেইউ