বাংলাদেশ দূতাবাস বার্লিনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। এ সময় বার্লিনে বসবাসরত বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ ছাড়াও জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সঙ্গে সম্পৃক্ত তরুণ সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সোমবার (১৬ ডিসেম্বর) দিনের শুরুতে জাতীয় সংগীতের সঙ্গে দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স রাহাত বিন জামান জাতীয় পতাকা উত্তোলন করেন।

পরে মহান বিজয় দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দূতাবাসের মিলনায়তনে অনুষ্ঠানের শুরুতে মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ ও ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে প্রাণ হারানো সকল শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

আলোচনা সভায় চার্জ দ্য অ্যাফেয়ার্স রাহাত বিন জামান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন মহান মুক্তিযুদ্ধে সকল শহীদ এবং বীর মুক্তিযোদ্ধাদের যাদের আত্মত্যাগের বিনিময়ে জাতি পেয়েছে একটি স্বাধীন ও সার্বভৌম দেশ। তিনি ছাত্র-জনতার অভ্যুত্থানে অংশগ্রহণকারী সকলের অসামান্য আত্মত্যাগের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

চার্জ দ্য অ্যাফেয়ার্স রাহাত বিন জামান উপস্থিত সবাইকে দেশমাতৃকার কল্যাণে নিজেদের নিয়োজিত থাকার আহ্বান জানান। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনের চেতনায় উদ্বুদ্ধ হয়ে জার্মানি প্রবাসী বাংলাদেশিদের দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। এ ছাড়া দেশের সুনাম রক্ষার্থে সকলকে অগ্রণী ভূমিকা রাখারও আহ্বান জানান তিনি।  

আলোচনা সভা শেষে প্রামাণ্যচিত্র ‘এসো দেশ বদলাই-পৃথিবী বদলাই’ ও ‘A Tribute to the Heroes of the July Revolution’ প্রদর্শন করা হয়।

এমজেইউ