লন্ডনে নানা আয়োজনে বাংলাদেশের বিজয় দিবস উদযাপন
লন্ডনে নানা আয়োজনে বাংলাদেশের বিজয় দিবস উদযাপন করা হয়েছে। স্মৃতিকথা, জাগরণী গান, নৃত্য ও আবৃত্তির মধ্যে দিয়ে ‘বৈচিত্র্যে ঐক্যের বন্ধন’ শীর্ষক বিজয় দিবসের আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিল বিপুল সংখ্যক দর্শকদের উপস্থিতি।
রোববার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় পূর্ব লন্ডনের ব্রাডি আর্ট সেন্টারে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সহযোগিতায় ইস্টহ্যান্ডস এবং সত্যেন সেন স্কুল অব পারফর্মিং আর্টসের যৌথ নিবেদন ছিল পুরো অনুষ্ঠানটি।
বিজ্ঞাপন
সাংস্কৃতিক ব্যক্তিত্ব, মেধাবী মুখ, আমিনা আলীর পরিচালনায় স্বাগত বক্তব্য দেন সাংবাদিক সাঈম চৌধুরী ও শেখ নুরুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রুশনারা আলী। বিশেষ অতিথির বক্তব্য দেন কাউন্সিলর কামরুল হোসেন।
আরও পড়ুন
অন্যদের মধ্যে বক্তব্য দেন ড. রফিকুল হাসান খান, সাবেক মেয়র জোছনা রহমান, কবি শামীম আজাদসহ আরও অনেকে।
আনন্দময় এ সন্ধ্যায় পরিবেশিত হয় জাগরণী গান ও শিশুদের, বড়দের নৃত্য। কবিতা আবৃত্তি করে উদয় শংকর দাস ও তার দল বর্ণন আবৃত্তি গোষ্ঠী।
অনুষ্ঠানে গান, আবৃত্তি ও নৃত্যের ফাঁকে বিজয় দিবসের আলোচনায় বক্তারা বলেন, ১৬ ডিসেম্বর বাংলাদেশের মহান বিজয় দিবস। সাধারণত বিজয়ী হওয়া আনন্দের। তবে মরণপণ করে সশস্ত্র যুদ্ধে শত্রুকে পরাজিত করে দেশের স্বাধীনতা অর্জনের যে বিজয়, তার কোনো তুলনা নেই। আজ জাতির জন্য চির গৌরবময় অবিস্মরণীয় এক দিন।
তারা বলেন, স্বাধীন জাতি হিসেবে বাঙালির আত্মপ্রকাশ ও পৃথিবীর মানচিত্রে সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয়ের আলোকোজ্জ্বল দিন এটি। এ দিনে স্মরণ করি ৭১’র বীর মুক্তিযোদ্ধা, ৩০ লাখ শহীদ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। অফুরন্ত শ্রদ্ধা তাদের প্রতি। তাদের ত্যাগ বাঙালি জাতি চিরদিন মনে রাখবে।
এসএসএইচ