প্রবাসে সাংবাদিকতার প্রতিবন্ধকতা ও উত্তরণ নিয়ে ফ্রান্সে সেমিনার
ফ্রান্সে প্রবাসে ‘সাংবাদিকতার প্রতিবন্ধকতা ও উত্তরণের পন্থা’ শিরোনামে সেমিনার করেছে বাংলাদেশি সাংবাদিকদের সংগঠন ‘ফ্রান্স-বাংলাদেশ প্রেস ক্লাব’।
বুধবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় প্যারিসের সন্নিকটে বাংলাদেশি অধ্যুষিত লাখর্নভ এলাকায় সেমিনারটি অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন সাইফুলের সঞ্চালনায় এতে সভাপতিত্ব ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের সভাপতি ফেরদৌস করিম আখঞ্জী।
তিনি বলেন, প্রবাসে সাংবাদিকতার মূল প্রতিবন্ধকতা হলো- একজন প্রবাসী সাংবাদিকের নিজের কিছু অক্ষমতা, যা কি না সমাজে বা কমিউনিটিতে প্রকাশিত হয়ে সাংবাদিকতা পেশাটি হুমকির মধ্যে পড়ে। প্রবাসে সাংবাদিকতাকে পেশা হিসেবে নেওয়াটা অর্থনৈতিকভাবে একটা বড় চ্যালেঞ্জ।
আরও পড়ুন
এসময় নিজেদের মধ্যে অনৈক্য, নৈতিক মূল্যবোধের অভাব, আর্থিক সমস্যা, সাংগঠনিক পদের লোভ, ব্যক্তিগত তিক্ত সম্পর্ক, ভাষাগত সমস্যার কারণে মূলধারার সংবাদ সংগ্রহ করতে না পারা, কমিউনিটির বিভাজন, দল ও ব্যক্তি তোষামোদি’ প্রবাসে সাংবাদিকতার মূল প্রতিবন্ধকতা বলে অভিমত দেন ফ্রান্সে কর্মরত বাংলাদেশি সাংবাদিকরা।
বক্তারা বলেন, প্রবাসে সাংবাদিকতার প্রতিবন্ধকতা দূর করতে হলে সাংবাদিকদের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, পরস্পরের প্রতি হিংসাত্মক মনোভাব পরিহার করে একে অপরের প্রতি সহযোগিতা ও আন্তরিকতা বাড়াতে হবে। প্রশিক্ষণের মাধ্যমে সংবাদ তৈরি এবং পরিবেশনের দক্ষতা বাড়াতে হবে। ফরাসি ভাষা শিক্ষার ওপর জোর দিতে হবে, যাতে করে ফরাসি মূলধারার সঙ্গে বাংলাদেশি সাংবাদিকদের সংযোগ হয়। এতে প্রবাসীদের বিভিন্ন সমস্যার কথা দেশের গণমাধ্যম ছাড়াও ফরাসি গণমাধ্যমে তুলে ধরা যাবে।
সেমিনারে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন ফ্রান্স শাখার সভাপতি সিনিয়র সাংবাদিক আবু মান্নান আজাদ। এছাড়াও ইউরো বাংলা প্রেস ক্লাবের কেন্দ্রীয় সভাপতি তাইজুল ফয়েজ, ডিবিসি টেলিভিশনের ফ্রান্স প্রতিনিধি ইকবাল মাহমুদ জাফর, ইউরো বাংলা প্রেসক্লাবের ফ্রান্স শাখার সভাপতি তাজ উদ্দিন, সাধারণ সম্পাদক মো: নজমুল হক, ফ্রান্স বিডিনিউজ টুয়েন্টি ফোর এর সম্পাদক সাইফুল ইসলাম রনি, ইউনিভার্সেল বাংলা নিউজের নির্বাহী সম্পাদক আবু তাহের রাজু, ফটো সাংবাদিক ফরিদ আহমেদ রাজু, ফ্রান্স- বাংলাদেশ প্রেসক্লাবের সদস্য শাহ মিল্লাদুর আবেদ প্রমুখ।
এআইএস