দুবাইতে বাংলাদেশি ট্রাভেল এজেন্সি উদ্বোধন
ভ্রমণকে সহজ এবং ঝামেলামুক্ত করতে উন্নতমানের ট্রাভেল সেবা দেওয়ার লক্ষ্য নিয়ে সংযুক্ত আরব আমিরাতের দুবাই ডেইরা নাইফে যাত্রা শুরু করেছে বাংলাদেশি প্রতিষ্ঠান ‘আস্থা ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এলএলসি’। তরুণ উদ্যোক্তা রহমত উল্যাহ সুমন এবং আবদুর রহমান সোহাগের প্রতিষ্ঠিত এ এজেন্সির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় রোববার (১ ডিসেম্বর) দুবাই নাখিল সেন্টারের সামনে পাম পার্ল ভবনে। ফিতা কেটে উদ্বোধন করেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীর বাবা আব্দুর রহিম।
এসময় আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অ্যাডমিন অফিসার মাহফুজ উল করিম, দুবাইয়ের বিশিষ্ট ব্যবসায়ী আবসার উদ্দিন, কামাল হোসেন, আইনুল হক, সাইফুল ইসলাম, লিটন, আদিল, মোস্তফা, মহিউদ্দিন, মেজবাহ, মোত্তাসির, মো. কবির, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রবি চৌধুরী, হেলাল উদ্দিনসহ বিপুল সংখ্যক প্রবাসী।
বিজ্ঞাপন
প্রতিষ্ঠানের সিইও রহমত উল্যাহ সুমন বলেন, বাংলাদেশি প্রবাসীদের ভ্রমণকে সহজ এবং ঝামেলামুক্ত করার লক্ষ্যে আমরা কাজ করব। আমাদের ট্রাভেল এজেন্সির মাধ্যমে বিশ্বব্যাপী এয়ার টিকিটিং, ট্যুরিস্ট ভিসা প্রসেসিং, ট্যুর প্যাকেজ, ট্রান্সপোর্ট এবং হোটেল বুকিং, স্টুডেন্ট ভিসা প্রসেসিং, মেডিকেল ভিসা প্রসেসিং, হজ ও ওমরাহ, পাসপোর্টের আবেদনসহ অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ট্যুর সংক্রান্ত সকল প্রকার সেবা দেওয়া হবে। পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে আমাদের ওয়েবসাইট www.asthatraveluae.com এর মাধ্যমে এ সেবা গ্রহণ করা যাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আগত প্রবাসীরা বলেন, এ উদ্যোগ প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যা ভ্রমণকে আরও সহজ এবং ঝামেলামুক্ত করবে।
এসএসএইচ