কুয়েতে বাংলার আলো স্পোর্টিং ক্লাবের অভিষেক
কুয়েতে বাংলার আলো স্পোর্টিং ক্লাবের অভিষেক ও জার্সি উন্মোচন করা হয়েছে।
শুক্রবার কুয়েত সিটির একটি হোটেলে জার্সি উন্মোচন করা হয়।
বিজ্ঞাপন
বাংলার আলো স্পোর্টিং ক্লাবের সভাপতি মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন ও সাংগঠনিক সম্পাদক মো. ওয়াসিম সানির যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ক্রীড়া ব্যক্তিত্ব আলহাজ শওকত আলী।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- কুয়েতে বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ মুরশেদ আলম ভূঁইয়া, উপদেষ্টা প্রকৌশলী মো. ফরিদ উদ্দিন, বিমল কান্তি রায়, হুমায়ন কবির আলী, লিটম মিয়াজী, ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. কুরবান আলী।
এ ছাড়া, বাংলার আলো স্পোর্টিং ক্লাবের উপদেষ্টা কামরুল ইসলাম, আনোয়ার হোসেন সোহাগসহ খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।
সাদেক রিপন/এমজে