আঞ্চলিক বৈশিষ্ট্যসহ অনন্য লোকজ ক্রিয়াকলাপ এবং গান ও নৃত্যে চীনে অনুষ্ঠিত হয়েছে ইয়াও জাতিগোষ্ঠীর ঐতিহ্যবাহী পানওয়াং উৎসব।

এই উৎসবটি চাইনিজ লুনার ক্যালেন্ডারের দশম মাসের ১৬তম দিন চীনের গুয়াংশি স্বায়ত্তশাসিত অঞ্চলে অবস্থিত লাইবিন শহরের চিনশিও কাউন্টিতে অনুষ্ঠিত হয়। উৎসব উদযাপনে সার্বিকভাবে সহায়তা করে চিনশিও কাউন্টির স্থানীয় প্রশাসন।

পানওয়াং উৎসব একটি প্রাচীন উৎসব, যেখানে ইয়াও জাতিগোষ্ঠীর পূর্বপুরুষ পানওয়াং রাজার প্রতি শ্রদ্ধা নিবেদন করে থাকে। উৎসবে ইয়াও লোকেরা উৎসবের পোশাক পরে, ব্যানার ধারণ করে এবং অনুষ্ঠানের সঙ্গীতের সঙ্গে একের পর এক অনুষ্ঠানস্থলে প্রবেশ করে।

এই দিনে স্থানীয় জনগণ ধর্মীয় ভক্তির চিহ্ন হিসেবে তাদের দেবতাদের উদ্দেশ্যে শূকরের মাথা, আঠালো চালের কেক, মুরগি এবং চালের ওয়াইন বলিদান করে থাকে। এছাড়া উৎসবটি ঘিরে চলে লোকজ ক্রিয়াকলাপ, গান ও নৃত্য, ক্রীড়া প্রতিযোগিতাসহ নানা কার্যক্রম।

চীনে ১৭০০ বছরেরও বেশি সময় ধরে পালিত উৎসবটি দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করে। উৎসবে দুই হাজারের বেশি চীনা ও বিদেশি পর্যটক ইয়াও জাতিগোষ্ঠীর প্রাচীন এবং বৈচিত্র্যপূর্ণ লোক সংস্কৃতি উপভোগ, এবং ‘পানওয়াং উৎসবের’ দুর্দান্ত সাংস্কৃতিক অভিজ্ঞতা অর্জন করতে সমবেত হয়েছিল।