টরন্টোতে নাট্য ও সাংস্কৃতিক কর্মীদের প্রতিবাদ সমাবেশ
কানাডার টরন্টোতে নাট্য ও সাংস্কৃতিক কর্মীদের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১০ নভেম্বর) বিকেল ৪টায় টরন্টোর শহীদ মিনার প্রাঙ্গণে কানাডিয়ান বাংলা থিয়েটার অ্যালায়েন্সের আয়োজনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশে নাটক বন্ধ করা ও প্রতিবাদ সভাতে আক্রমণের প্রতিবাদে টরন্টোর নাট্য ও সাংস্কৃতিক কর্মীরা এতে সমবেত হন। নাট্য অগ্রজ হাবিবুল্লাহ দুলালের সভাপতিত্বে ও নাট্যজন মাহমুদুল ইসলাম সেলিমের সঞ্চালনায় বক্তব্য দেন নাট্যজন সেলিম চৌধুরী, আহমদ হোসেন, কবি দেলোয়ার এলাহী, ম্যাক আজাদ, সুব্রত পুরু, নয়ন হাফিজ প্রমুখ।
বিজ্ঞাপন
তারা বক্তব্যে বলেন, গত ২ নভেম্বর থেকে ৮ নভেম্বর বাংলাদেশে নাট্যকর্মীদের ওপর যে হামলা চলেছে তাতে কানাডার টরন্টো প্রবাসী নাট্যকর্মীরা ভীষণ উদ্বিগ্ন। বিশেষ করে ৮ নভেম্বর বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের প্রতিবাদ সভায় হামলায় প্রতীয়মান হয় যে দেশ নাটকের একজনের ফেসবুক পোস্ট একটা অজুহাত মাত্র। এটি ছিল মুক্ত শিল্প চর্চা বন্ধ করার এক গভীর ষড়যন্ত্র।
আরও পড়ুন
তারা আরও বলেন, সম্প্রতি ঘটে যাওয়া আন্দোলনের পর স্বাধীনতাবিরোধী চক্রসহ সব উগ্রবাদী রাজনৈতিক দল মাথাচাড়া দিয়ে উঠেছে এবং তাদের বহুদিনের কাঙ্ক্ষিত উদ্দেশ্য হাসিলে লিপ্ত হয়েছে। অতীতে এদের এমন কুকর্ম বাংলাদেশের নাট্য ও সাংস্কৃতিক কর্মীরা দৃঢ় হস্তে দমন করেছে এবং ভবিষ্যতেও করবে।
বাংলাদেশের নাট্যকর্মীদের সঙ্গে কানাডা প্রবাসী নাট্যকর্মীরা সংহতি প্রকাশ করেছেন। এ ঘটনা তদন্ত করে দোষী ব্যক্তিদের দ্রুত শাস্তি দাবি করেন তারা। সেই সঙ্গে জনপ্রিয় অভিনেতা নাট্যজন আসাদুজ্জামান নূর ও অভিনেত্রী শমী কায়সারসহ মিথ্যা মামলায় আটক বন্দিদের নিঃশর্ত মুক্তি দাবি করেন প্রবাসী নাট্যকর্মীরা।
এসএসএইচ