কুয়েতে ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে চ্যাম্পিয়ন লিগ উদ্বোধন
কুয়েতে বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে শুরু হয়েছে চ্যাম্পিয়ন লিগ ২০২৪-২৫ সিজন ফোর টুর্নামেন্ট। শুক্রবার (৮ নভেম্বর) আল রাই ক্রিকেট গ্রাউন্ডে প্রথম রাউন্ডের উদ্বোধনী ম্যাচ শুরু হয়।
টুর্নামেন্টে ভারত, পাকিস্তান, নেপাল, আফগানিস্তান, শ্রীলঙ্কাসহ এশিয়ার বেশ কয়েকটি দেশের প্রবাসী খেলোয়াড়দের ২০টি দল অংশগ্রহণ করে। এই আয়োজনে বিদেশি খেলোয়াড়রা যেমন উচ্ছ্বসিত তেমনি প্রবাসী বাংলাদেশি খেলোয়াড়রাও নতুন অভিজ্ঞতা অর্জন করছেন তাদের সঙ্গে খেলে। কুয়েতে প্রবাসী ক্রিকেট প্রেমীদের মধ্যে শীত মৌসুম আনন্দের গণজোয়ার বয়ে আনে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
টুর্নামেন্টকে আরও আনন্দময় করে তুলতে মাঠ পরিদর্শন করেন সংগঠনের সভাপতি জাহাঙ্গীর খান পলাশ, সংগঠনের উপদেষ্টা ও প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন সরকার সুমন। সেসময় পরিচালনা কমিটির মোয়াজ্জেম হোসেন, শেখ মনির, কাসাদুল, ইসমাইলসহ অন্য নেতাদের সঙ্গে বিভিন্ন দিক নিয়ে কথা বলেন তারা।
এসএসএইচ