বার্লিনে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
জার্মানির বার্লিনে জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার (২৮ অক্টোবর) নগরীর একটি রেস্তোরাঁয় দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে বার্লিন যুবদল।
বার্লিনের যুবদল সভাপতি আসিফ উদ্দিনের সভাপতিত্বে এবং ইফতি সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন যুবদল নেতা আবু তাহের। এতে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকো, দলের প্রয়াত নেতাসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনা, চেয়ারপারসন খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় ও ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশ ও দেশের সবার সার্বিক মঙ্গল কামনায় দোয়া করা হয়।
বিজ্ঞাপন
পরে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জার্মান বিএনপির সিনিয়র উপদেষ্টা হামিদুল ইসলাম হেলাল। জার্মান বিএনপির সাবেক সভাপতি আব্দুর রউফ মাস্টার, সিনিয়র শীর্ষ নেতা আবু হানিফ, জার্মান স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাঈদুর রহমান সাঈদ, বার্লিন বিএনপির সভাপতি জসিম সিকদার, বার্লিন বিএনপির সাধারণ সম্পাদক বাবুল বেপারি ছাড়াও দলের সিনিয়র নেতারাসহ বার্লিন যুবদলের সাধারণ সম্পাদক সোহেল চৌধুরী, সিনিয়র যুবদল নেতা সোহেব আহম্মেদ, জামান মিয়া, সিরাতুল মোস্তাকিম আজম, আবু তাহের, শাহাদাত রাকিব, রুবেল ও নাসিরসহ দেশটির বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আসা দলটির নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বার্লিন যুবদলের এমন আয়োজনের জন্য ধন্যবাদ দিয়ে বলেন, শুধু বার্লিন নয় গোটা জার্মানির যুবদলের মধ্যে ঐক্যের কোনো বিকল্প নেই। কারণ শহীদ জিয়ার আদর্শে গড়া যুবদলই দেশের আগামীর ভবিষ্যৎ। একইসঙ্গে সদ্য বিদায়ী ফ্যাসিবাদী শক্তি যাতে মুক্তিযুদ্ধের চেতনাকে ব্যবহার করে লুটপাট, ব্যাংক ডাকাতি আর উন্নয়নের নামে আর কোনো দিন ভাঁওতাবাজি করে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং সাধারণ জনগণের ভোটাধিকার হরণ করতে না পারে সেজন্য প্রবাসে থেকেও সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান বক্তারা।
এসএসএইচ