প্রতি বছরের মতো এবছরও ফিনল্যান্ডের এস্পোর লেপ্পাভারায় দীপাবলি উদযাপিত হয়েছে। 

গত রোববার (২৭ অক্টোবর) প্রবাসী ভারতীয়সহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষেরা দীপাবলির বর্ণাঢ্য অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। নাচে-গানে তারা মেতে ওঠেন উৎসবে।

উৎসবে ভারতের বিশ্বখ্যাত রাজস্থানের ধোয়াড জিপসি গোষ্ঠী নৃত্য, সংগীত ও আতশবাজি পরিবেশন করে। ধোয়াড জিপসিরা একটি সমৃদ্ধ দল, যারা ২০ বছর ধরে ১১০টিরও বেশি দেশে ১২০০টিরও বেশি কনসার্ট করেছে এবং বিশ্বজুড়ে দর্শকদের মুগ্ধ করেছে। শিল্প নির্দেশক এবং প্রতিষ্ঠাতা রহিস ভরতি এই গোষ্ঠীর নেতৃত্ব দেন। তাদের পরিবেশনায় থাকে ধোলাক এবং তবলা ঢোল, ভারতীয় হারমোনিয়াম এবং কাস্তানেটস। তাদের পরিবেশিত নৃত্যগুলি দর্শকদের মুগ্ধ করে। 

অনুষ্ঠানে উল্লেখযোগ্য সংখ্যক সনাতনী, জৈন এবং শিখদের উপস্থিতি লক্ষ্য করা যায়। এছাড়া প্রবাসী হিন্দু পরিবারগুলো সন্ধ্যায় বাসাবাড়িতে আলোকসজ্জা এবং ঘরের চারপাশে মোমবাতি ও নকশা করা মাটির মঙ্গল প্রদীপ জ্বালিয়ে দীপাবলির মূল আহ্বান সর্বত্র আলো উদ্ভাসনের প্রার্থনা করেন।

উল্লেখ্য, ফিনিশ-ইন্ডিয়ান সোসাইটি এবং এস্পো সিটি কালচারালের সহযোগিতায় দীপাবলির আলোর উৎসব অনুষ্ঠিত হয়।

জেডএস