সংযুক্ত আরব আমিরাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মুহাম্মদ আবদুল কাইয়ুম নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তার কর্মস্থল আমিরাতের আজমানে বলে জানা যায়।

স্থানীয় সময় শুক্রবার (২৫ অক্টোবর) দুপুর ১টা ২৫ মিনিটের দিকে দুবাই কানাডিয়ান স্পেশালিস্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর। 

বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেন মৃতের ভাগিনা মুহাম্মদ সাকিব হোসেন।

আবদুল কাইয়ুম চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ১০ নম্বর উত্তর মাদার্শা চাঁদার বাপের বাড়ির নুরুল ইসলামের ছেলে। তিনি বর্তমান ফতেপুর ইউনিয়নের বখতিয়ার ফকির বাড়ির স্থায়ী বাসিন্দা। দুই ছেলে ও এক মেয়ের জনক এই রেমিট্যান্স যোদ্ধা দীর্ঘদিন ধরে প্রবাসে বসবাস করছেন।

ভাগিনা মুহাম্মদ সাকিব হোসেন জানান, আমার মামা গত বৃহস্পতিবার (২৪ অক্টোবর) শারজাহ বিমানবন্দর থেকে আমাকে রিসিভ করে বাসায় নিয়ে যান। পরের দিন শুক্রবার দুপুরে বাড়ি থেকে পাঠানো খাবারের দাওয়াত প্রদান করেন। ওই দিন মামা দুবাই ভাড়া নিয়ে যাওয়ার সময় মাঝপথে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে গাড়িতে থাকা যাত্রীরা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসা চলাকালীন দুপুর ১টা ২৫ মিনিটের দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

এদিকে আবদুল কাইয়ুমের মৃত্যুতে প্রবাসী কমিউনিটিসহ তার গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। বর্তমানে তার মরদেহ দুবাই কানাডিয়ান স্পেশালিস্ট হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে দেশে পাঠানো হবে মরদেহ।

এমএ/এমএ