আমিরাতে ২ বাংলাদেশি শিক্ষা প্রতিষ্ঠানে এইচএসসিতে সাফল্য
ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে বৈদেশিক পরীক্ষা কেন্দ্রগুলোর মধ্যে সংযুক্ত আরব আমিরাতের দুটি শিক্ষা প্রতিষ্ঠানের এইচএসসির ফলাফল প্রকাশিত হয়েছে। বাংলাদেশি কারিকুলামে পরিচালিত দুটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবার ৬১ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৫ জন উত্তীর্ণ হয়েছেন। জিপিএ ৫ পেয়েছেন ৪ জন।
এরমধ্যে রাজধানী আবুধাবীর বাংলাদেশ ইসলামিক প্রাইভেট স্কুলের ৪১ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছেন ৩৬ জন। জিপিএ ৫ পেয়েছেন ৩ জন। পাশের হার ৮৮ শতাংশ।
বিজ্ঞাপন
এছাড়া উত্তর আমিরাতের অঙ্গরাজ্য রাস আল খাইমাহ বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ থেকে অংশ নেওয়া ২০ জন শিক্ষার্থীর মধ্যে ১৯ জন কৃতকার্য হয়েছেন। জিপিএ ৫ পেয়েছেন একজন শিক্ষার্থী।
প্রতিষ্ঠান প্রধানরা বলেন, আমাদের প্রবাসী শিক্ষার্থীদের এই সাফল্য আশাব্যঞ্জক। আগামীতে শতভাগ পাশের হার নিশ্চিতের পাশাপাশি জিপিএ ৫ প্রাপ্তির তালিকা আরও দীর্ঘ হবে।
পিএইচ