প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেশের ন্যায় বাহরাইনেও শেষ হলো শারদীয় দুর্গোৎসব। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার নবমী ও দশমী দুটোই ছিল শনিবার। একইদিনে তিথি হওয়ায় সেদিন দশমী পূজাও অনুষ্ঠিত হয়।

এবার সপ্তমবারের মতো হিন্দু মহাজোট বাহরাইন শাখা পাঁচ দিনব্যাপী (৯ থেকে ১৩ অক্টোবর)  শারদীয় দুর্গোৎসব আয়োজন করে। পূজা উদ্বোধন করেন বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স একেএম মহিউদ্দিন কায়েস।

বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পূজা সমাপ্তি করেন দূতাবাসের হিসাবরক্ষক সঞ্জয় পন্ডিত।

বিজয়া দশমী ও বিসর্জনের সময় উপস্থিত ছিলেন হিন্দু মহাজোট বাহরাইন শাখার সভাপতি অনুকূল দেবনাথ, প্রতিষ্ঠাতা সভাপতি সুকুমার যীশু ও সাধারণ সম্পাদক বিষ্ণু পদদেব প্রমুখ।

বিজয়া দশমীর পূজার অংশ হিসেবে নারীরা সিঁদুর খেলায় অংশ নেন। দেশের মতো বাহরাইনেও মন্দিরে দুর্গার পায়ে সিন্দুর নিবেদন করা হয়, যা ঐতিহ্যবাহী সিঁদুর খেলার অংশ।
দেবী দুর্গাকে সিঁদুর দিয়ে আশীর্বাদ ও প্রার্থনা করেন ভক্তরা। তারা শঙ্খ ধ্বনি জয়ধ্বনি উলুধ্বনি দুধ চন্দন ধুপ চন্দন জ্বালিয়ে দেবী দুর্গাকে বিদায় জানান।

শেষে পূজার প্রধান পুরোহিত প্রদীপ ভট্টাচার্য দেবী দুর্গার আশীর্বাদ হিসেবে সবাইকে জল প্রদান করেন।

এসএসএইচ