মালয়েশিয়ার জোহরবারু প্রদেশের পেনটাকেম কোম্পানিতে অগ্নিদগ্ধ হয়ে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ অক্টোবর) এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন– মুন্সিগঞ্জের রাজ্জাক ভূঁইয়ার ছেলে জব্বার আলী ও একই জেলার আবু তাহের।

এ ঘটনায় কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

একই ঘটনায় আরও একজন বাংলাদেশি অগ্নিদগ্ধ হয়ে জহুরবারুর সুলতান আমিনাহ হাসপাতালে ভর্তি আছেন। তিনি হলেন মুন্সিগঞ্জের মহিউদ্দিনের ছেলে সালাম (আকাশ)। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনারের নির্দেশে প্রথম সচিব (শ্রম) এ এস এম জাহিদুর রহমান ও কল্যাণ সহকারী মোকছেদ আলী জহুরবারুতে যান এবং হাসপাতাল, ফ্যাক্টরি ও ঘটনাস্থল পরিদর্শন করেন। সেই সঙ্গে তারা সংশ্লিষ্টদের সঙ্গেও যোগাযোগ করেছেন।

তারা জানান, বর্তমানে মরদেহগুলো মর্গে রয়েছে। পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, তাদের বর্তমান পরিস্থিতি জানানো হয়েছে। অত্যন্ত দ্রুততার সঙ্গে মরদেহ বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া চলছে। কোম্পানির সঙ্গে যোগাযোগ করে তাদের কাছ থেকে সর্বোচ্চ ক্ষতিপূরণ আদায়ের চেষ্টা চলছে।

এসএসএইচ