বাহরাইনে শারদীয় দুর্গোৎসবে মেতেছেন প্রবাসীরা। দেশটির রাজধানী মানামার অদূরে বাংলাদেশ দূতাবাস সংলগ্ন ভিলা আমায়াতে মঙ্গল প্রদীপ প্রজ্বলন ও মহাষষ্ঠীর মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী (৯ থেকে ১৩ অক্টোবর) শারদীয় দুর্গোৎসবের সূচনা হয়।

দুর্গোৎসবের ষষ্ঠীর দিন পূজা পরিদর্শন করেন বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স একে এম মহিউদ্দিন কায়েস। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূতাবাসের হিসাব রক্ষক সঞ্জয় পন্ডিত। এবছর পূজার পুরো পৌরোহিত্য করেন সঞ্জয় ভট্টাচার্য।

এ নিয়ে প্রবাসের মাটিতে সফলভাবে সপ্তমবার শারদীয় দুর্গোৎসব আয়োজন করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বৈদেশিক শাখা বাহরাইন।

মহাষষ্ঠীর প্রদীপ মঙ্গল প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বাহরাইন শাখার সাধারণ সম্পাদক বিষ্ণু পদ দেব ও সভাপতি অনুকুল দেবনাথ।

এ বছর দেবী দুর্গার আগমন হচ্ছে ঘোড়ায় চড়ে, যাবে ও ঘোড়ায় চড়ে। দেবী দুর্গার কাছে ভক্তরা আরাধনা করেন অশুভ শক্তির দমন হোক, শুভ শক্তির উদয় হোক, সারা বিশ্বে হানাহানি বিবাদ দূর হয়ে যেন শান্তির বার্তা বয়ে আসে।

এ শারদীয় দুর্গোৎসবে অংশগ্রহণ করেন রাজনৈতিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী ও বাহরাইনের বাংলাদেশি কমিউনিটি বিভিন্ন স্তরের নেতারা।

প্রবাসের মাটিতে এই আনন্দঘন মুহূর্তে পূজামণ্ডপ পরিণত হয় এক টুকরো বাংলাদেশে।

এসএসএইচ