আনন্দঘন পরিবেশে ব্রিটিশ কমিউনিটির বিশিষ্টজনদের উপস্থিতিতে অনলাইনভিত্তিক ইউকে বিডি টিভির চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়েছে।

রোববার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় লন্ডনের ব্রাডি আর্ট সেন্টারে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়।

ইউকে বিডি টিভির চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুসের সভাপতিত্বে এবং ইউকে বিডি টিভির ম্যানেজিং ডিরেক্টর ইন্জিনিয়ার খায়রুল আলমের (লিংকন) পরিচালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউহ্যাম কাউন্সিলের চেয়ার রহিমা রহমান, লন্ডন ব্যুরো অব বার্কিং অ্যান্ড ডেগেনহ্যাম কাউন্সিলের মেয়র কাউন্সিলার মঈন কাদরি, কেমডেন কাউন্সিলের মেয়র সামাতা খাতুন ও হারো কাউন্সিলের মেয়র কাউন্সিলার সেলিম চৌধুরী।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত গেয়ে এবং কেক কাটা হয়।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা এম এ মান্নান, মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতান, রাজনীতিবিদ আব্দুল আহাদ চৌধুরী,
বিশিষ্ট ব্যবসায়ী সাইদুর রহমান রেনু, বিশিষ্ট ব্যবসায়ী মাসুদ আহমেদ, সাবেক স্পিকার আহবাব হোসেন, সাবেক মেয়র জুছনা ইসলাম, কাউন্সিলর  মুজিবুর রহমান জসিম, কাউন্সিলর সাম ইসলাম, কাউন্সিলর আবু তালহা চৌধুরী, জেসমিন চৌধুরী প্রমুখ।

অন্যান্যের মধ্যে উপস্থিত হয়ে শুভেচ্ছা জানান ইউকে বাংলা রিপোর্টাস ইউনিটির সভাপতি আনসার আহমেদ উল্লাহ, সাবেক সভাপতি মুহাম্মদ শাহেদ রাহমান, সহ-সভাপতি অধ্যাপক সাজিদুর রহমান, ট্রেজারার এসকে এম আশরাফুল হুদা, সাংবাদিক শাহ মোস্তাফিজুর রহমান বেলাল, আব্দুল বাছির, সাংবাদিক মুহিব উদ্দিন চৌধুরী, জামাল আহমেদ খান, কবি ও সাংবাদিক আজিজুল আম্বিয়া, শামীম আশরাফ, মোস্তফা কামাল মিলন, হারুনুর রশিদ, সত্যব্রত দাশ স্বপন, কবি মুজিবুল হক মনি, হেনা বেগম, ড. আনিছুর রহমান, এম আলিম উজ্জামান, শেখ নুরুল ইসলাম, শাহ শাফি কাদির, আব্দুর রুউফ তালুকদার, আব্দুল মালিক, গিয়াস আহমেদ, সাংবাদিক কামরুল আই রাসেল, সৈয়দ সায়েম করিমসহ কমিউনিটির অন্যান্য নেতৃবৃন্দ।

ইউকে বিডি টিভির কালচারাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর হেলেন ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে গান পরিবেশন করেন সংগীত শিল্পী পাপ্পু আহমদ, সৈয়দ সুহেল ইসলাম, ইফাত আরা খানম, অসিত রায়, ইভা আহমেদ, মতিউর রহমান তাঁজসহ অন্যান্যরা।

এছাড়া, নৃত্য পরিবেশন করেন সুমা গঙ্গা। অনুষ্ঠানে জনপ্রিয় সংগীত শিল্পী পাপ্পু আহমেদকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

ইউকে বিডি টিভির চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর বলেন, বিলেতে বেড়ে ওঠা নবপ্রজন্মকে বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্যের সাথে সম্পৃক্ত করা ও তাদের কৃতিত্ব তুলে ধরতে ইউকে বিডি টিভি আগামীতেও আরও বলিষ্ঠ ভূমিকা রাখবে। 

তিনি ইউকে বিডি টিভির আগামীর অগ্রযাত্রায় ও পথচলায় সবার সহযোগিতা কামনা করেন।

আমন্ত্রিত অতিথিরা ইউকে বিডি টিভির বিগত দিনের কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি বাংলাদেশ ও ব্রিটেনের কমিউনিটির কল্যাণে আরও জোড়ালো ভূমিকা রাখার আহ্বান জানান।

২০২০ সালে আনুষ্ঠানিকভাবে ইউকে বিডি টিভির যাত্রা শুরু। প্রতি বছরের মতো এবারও ইউকে বিডি টিভির প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ, কলকাতা ও প্রবাসের বিশিষ্ট ব্যক্তিরা।

কেএ