জুন থেকে শুরু হওয়া তিন মাসের গ্রীষ্মকালীন ছুটি শেষে কুয়েতের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে  শিশু শ্রেণি, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের নতুন শিক্ষাবর্ষ ২০২৪-২৫ এর পাঠদান শুরু হয়েছে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষা কার্যক্রম শুরু হয়। বুধবার (১৮ সেপ্টেম্বর) কিন্ডারগার্টেনে শিশু শ্রেণির পাঠদান শুরু হবে।

জানা গেছে, ইতোমধ্যে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করা হয়েছে এবং তাদের ক্লাসের সঙ্গে পরিচয় করানো হয়েছে।

নতুন শিক্ষাবর্ষ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থীরা তাদের বিদ্যালয়ে চলে গেছে। আর প্রাথমিকের অন্য শ্রেণি, মধ্য ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা মঙ্গলবার স্কুল শুরু করেছে।

এসএসএইচ