মধ্যপ্রাচ্যের দেশ ওমানের বোশার এলাকায় বাংলাদেশ স্কুল মাস্কাটের জন্য একটি প্লট বরাদ্দ দেওয়া হয়েছে।

গত ৪ আগস্ট দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম এবং ওমানের আবাসন ও নগর পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. খালফান বিন সাইদ বিন মুবারক আল-শুইলির মধ্যে একটি সভা অনুষ্ঠিত হয়।

সভায় রাষ্ট্রদূত বাংলাদেশ স্কুল মাস্কাটের শিক্ষার্থীদের সংখ্যা বিবেচনায় এবং নিজস্ব ভবন নির্মাণের জন্য উপযুক্ত স্থানে পূর্বের বরাদ্দকৃত জমির তুলনায় বড় আয়তনের একটি জমি বরাদ্দের অনুরোধ করেন। পরে মন্ত্রী বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করে বাংলাদেশ স্কুল মাস্কাটের জন্য বোশার এলাকায় (প্লট নম্বর: ৩৫৬২) ৯০৭৯ বর্গমিটারের একটি প্লট বরাদ্দ দেন।

এর আগের বরাদ্দকৃত প্লটটি আল কুয়েতে ছিল, যেটির পরিমাণ ছিল ৫০০০ বর্গমিটার। জায়গাটি অনেক দূরে হওয়ায় ও যাতায়াতের জন্য নানা ধরনের সমস্যা হতে পারে এই বিবেচনায় রাষ্ট্রদূতের অনুরোধে বর্তমান প্লটটি বরাদ্দ দেওয়া হয়েছে আল বোশার ইন্ডিয়ান স্কুলের পাশে। 

উল্লেখ্য, বর্তমানে যে স্কুলটি রয়েছে তার মেয়াদ ২০৩০ সালে শেষ হয়ে যাবে।

এমএ