চট্টগ্রাম কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফে ৭১তম পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাহফিল আজ রোববার বাদ জোহর শুরু হবে।

রাউজান, হাটহাজারী, ফটিকছড়ি, ঢাকা মহানগর, বোয়ালখালী, পটিয়া, কক্সবাজার, রাঙ্গামাটি, ফেনী, কুমিল্লা ও দেশের অন্যান্য জেলাসহ চট্টগ্রাম নগরীর মহাসড়ক-আশপাশের এলাকায় পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল উপলক্ষ্যে বর্ণিল সাজসজ্জায় সজ্জিত করা হয়েছে। সড়ক-মহাসড়কে শোভা পাচ্ছে কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের মনোগ্রাম ও গাউছুল আজম (রা.)’র বাণী সম্বলিত দৃষ্টিনন্দন তোড়ন। বাহারি সাজসজ্জায় তোরণগুলো যেন নবীপ্রেমী জনতার হৃদয়ে সৃষ্টি করছে এক অন্যরকম আবহ।

এদিকে কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফ, মসজিদ, মাদ্রাসা ও কমপ্লেক্স শরীফও বর্ণিল আলোকে সজ্জিত হয়েছে।

মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশের উদ্যোগে পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাহফিল উপলক্ষ্যে গৃহীত বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে বাদে নামাজে জোহর পবিত্র খতমে কুরআন শরীফ, পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) শীর্ষক আলোচনা ও খলিলুল্লাহ, আওলাদে মোস্তফা, খলিফায়ে রাসূল (দ.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু তা’আলা আনহুর জীবনী শীর্ষক আলোচনা, রওজা পাক জেয়ারত।

বাদে নামাজে আছর তরিক্বতের বিশেষ পদ্ধতিতে ফয়েজে কোরআন প্রদানের মাধ্যমে নুরে কোরআন বিতরণ, রওজা পাক জেয়ারত। বাদ মাগরিব ফাতেহা শরীফ আদায়, রাসূলে পাক (দ.) এর সুন্নাত তরিক্বায় বায়আত (যারা বায়আতের নির্দিষ্ট ছবক প্রাপ্ত), তাওয়াজ্জুহ এর মাধ্যমে রাসূলে পাক (দ.) এর বাতেনি নুর বিতরণ, ঈছালে ছাওয়াব ও মোরাকাবা, রওজা পাক জেয়ারত। কাবলে নামাজে এশা জিকিরে গাউছুল আজম মোর্শেদী, বাদে নামাজে এশা মাননীয় মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী ছাহেবের নুরানি তাকরির মোবারক, মিলাদ-কিয়াম, মোনাজাত, রওজা পাক জেয়ারত ও তরিক্বতের নির্দিষ্ট তারতিবে দরূদে মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায়, তাবররুক বিতরণ।

এতে সব আশেকে রাসূল ধর্মপরায়ণ মুসলিম মিল্লাতকে অংশ নিতে আহ্বান জানানো হয়েছে।

এসএসএইচ