বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সমর্থন জানিয়ে ওমানের সালালাহতে বিক্ষোভ মিছিল করায় আটক হয়েছিলেন ছয় জন প্রবাসী বাংলাদেশি। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) তাদের মধ্যে চার জন জামিন পেয়েছেন।

ওমানে বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সিলর রাফিউল ইসলাম ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, গত জুলাই মাসে বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ওমানে যারা সংহতি মিছিল করেছিলেন তাদের মধ্যে ছয়জনকে ওমানের ল অ্যান্ড ফোরসিং এজেন্সি গ্রেপ্তার করে। ওমানের আইন অনুযায়ী দেশটিতে মিছিল, মিটিং, সমাবেশ সম্পূর্ণ নিষিদ্ধ হওয়ায় তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি জানার পর ওমানে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূতের নির্দেশে দূতাবাসের পক্ষ থেকে ওমানের সেরা আইন সংস্থাগুলোর মধ্যে একটিকে সেখানে নিয়োগ দেওয়া হয়।

বৃহস্পতিবার ছয় জনের মধ্যে চার জনের শুনানি ছিল। সেখানে ওই চার জন জামিন পেয়েছেন। বাকি দুজনের বিরুদ্ধে সংহতি মিছিল ছাড়াও ওমানের লেবার ল ভায়োলেশন এবং সাইবার ক্রাইমের অভিযোগ থাকায় তাদের শুনানি জন্য আগামী ২ অক্টোবর ধার্য রাখা হয়েছে।

এসএসএইচ