মালদ্বীপে অবৈধভাবে কর্মরত ও ব্যবসা পরিচালনার দায়ে তিন হাজারেরও বেশি অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে দেশটির প্রশাসন। যাদের বেশিরভাগই প্রবাসী বাংলাদেশি। যাদের বৈধ কোনো কাগজপত্র ছিল না। 

বুধবার (২৮ আগস্ট) দেশটির ইমিগ্রেশন কন্ট্রোলার জেনারেল মোহাম্মদ শাম্মান ওয়াহেদের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম পিএসএম-এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

অবৈধভাবে কর্মরত ও কাজের ভিসায় এসে ব্যবসা পরিচালনার দায়ে এ পর্যন্ত প্রায় ৩ হাজারেরও বেশি প্রবাসীকে দেশে ফেরত পাঠিয়েছেন মালদ্বীপ সরকার। যারা পুনরায় কাজের ভিসায় আর দেশটিতে প্রবেশ করতে পারবেন না। এছাড়াও দেশটিতে প্রতিদিনই অবৈধ অভিবাসীদের ধরতে সাঁড়াশি অভিযান চলছে।

বৈধ পাস বা পারমিট ছাড়া কাজ ও ব্যবসা করা এবং বৈধ ভ্রমণ ভিসা নেই এমন অভিবাসীদের বিষয়ে তথ্য এবং স্থানীয় জনসাধারণের দেওয়া সন্ধানের ভিত্তিতে গোটা মালদ্বীপের হটস্পটগুলোতে অপারেশন কুরাঙ্গি বা বায়োমেট্রিক শনাক্তকরণ পদ্ধতির মতো বিভিন্ন নামে অভিযান চালিয়ে প্রতিদিনই বাংলাদেশিসহ বিভিন্ন দেশের প্রবাসীদের আটক করছে দেশটির ইমিগ্রেশন।

এমএসএ