চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশ কয়েকটি জেলা ভয়াবহ বন্যায় প্লাবিত হয়েছে। বিস্তীর্ণ এলাকার জমি, গ্রাম ও সড়ক প্লাবিত হয়েছে। পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যায় মানবেতর জীবনযাপন করছে মানুষ। তাদের জান-মালসহ ফসল ও সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত এসব মানুষের পাশে দাঁড়াতে সব শ্রেণি-পেশার বিশেষ করে ইউরোপ আমেরিকাসহ পুরো বিশ্বে অবস্থান করা প্রবাসীদেরকে আহ্বান জানিয়েছে ইউরোপে বসবাসরত প্রবাসী বাংলাদেশি গণমাধ্যমকর্মীদের সংগঠন ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাব। 

সংকট মোকাবিলায় জরুরি সেবা ও সরকারি উদ্যোগকে সহযোগিতা করার প্রতিশ্রুতিও দিয়েছে ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাব।

সংগঠনের সভাপতি জমির হোসেন ও সাধারণ সম্পাদক কবির আল মাহমুদের যৌথ বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।

সভাপতি জমির হোসেন বলেন, অন্যান্য সাধারণ মানুষের মতো আমরাও সাম্প্রতিক বন্যা পরিস্থিতি নিয়ে বেশ উদ্বিগ্ন। এ কঠিন সময়ে দেশের মানুষের পাশে থাকার পাশাপাশি আমরা তাদেরকে বিভিন্নভাবে সহায়তা করতে চাই। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী ত্রাণ ও সহায়তা দেওয়ার জন্য দ্রুত পদক্ষেপ নিচ্ছি এবং বন্যার্ত মানুষকে পুনরুদ্ধার ও 
ঘরবাড়ি পুনর্নির্মাণের জন্য আমরা যেকোনো সহায়তা করতে প্রস্তুত আছি।

সংগঠনের সম্পাদক কবির আল মাহমুদ বলেন, ‘ক্রান্তিকালীন এ মুর্হূতে দেশের সাধারণ মানুষের কল্যাণে কাজ করার জন্য আমাদের সংগঠন প্রতিশ্রুতিবদ্ধ। খুব দ্রুত আমরা আমাদের দেশের বিভিন্ন স্বেচ্ছাসেবী ও মানবতাবাদি সংগঠনের সঙ্গে যোগাযোগের মাধ্যমে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে চাই। এমনিতে কয়েকদিন আগে ছাত্র-জনতার অভ্যুত্থানে আমাদের দেশের সরকারের পরিবর্তন হয়েছে এবং দেশ এখনও পুরোপুরিভাবে স্বাভাবিক অবস্থায় ফিরে আসেনি। এ অবস্থায় বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ আমাদের জাতির জীবনে মরার ওপর খাঁড়ার ঘা হয়ে আবির্ভুত হয়েছে। তাই এ দুর্যোগ মোকাবিলায় জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে আমাদের সবাইকে সম্মিলিতভাবে একসঙ্গে কাজ করতে হবে।

জেডএস