জমকালো আয়োজনের মধ্য দিয়ে ওমানে ডাক্তার অ্যাসোসিয়েশনের বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ আগস্ট) ওমানের আল সুরে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়।

ডা. শোয়েবের তত্ত্বাবধান ও সভাপতিত্বে এবং ডা. মনীষা পালের সঞ্চালনায় প্রথমে ওমান ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন এবং দুই দেশের জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

এসময় ডাক্তার অ্যাসোসিয়েশন মিলনমালা উদযাপন কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাজমা বেগম, ডা. সাফায়েত, ডা. আমিনুল, ডা. সাজ্জাদ ও ডা. জিসানসহ অ্যাসোসিয়েশনের অন্য নেতারা। এ ছাড়া অনুষ্ঠানের প্রচার ও প্রকাশনার দায়িত্বে ছিলেন সাংগঠনিক সম্পাদক ডা. শরিফ সুমন।

পরে মধ্যাহ্নভোজ শেষে শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী প্রতিযোগীরা খেলাধুলার ছয়টি ইভেন্টে অংশগ্রহণ করেন। তাদের মধ্যে ৩০ জন বিজয়ীকে সংগঠনের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়।

শেষ অংশে সংগীত পরিবেশন করেন জনপ্রিয় কণ্ঠশিল্পীরা। অনুষ্ঠানে আগত শ্রোতা-দর্শকদের বিভিন্ন মনোমুগ্ধকর সংগীতের মাধ্যমে মাতিয়ে রাখেন তারা।

পরে আগত অতিথিদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন আয়োজকরা।

এসএসএইচ