স্পেনের রাজধানী মাদ্রিদে বিক্রমপুর মুন্সিগঞ্জ সমিতির বার্ষিক বনভোজন ২০২৪ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৩ আগস্ট) মাদ্রিদ শহরের অদূরে পিকনিক স্পট রাসকাফ্রিয়ায় এ বনভোজন অনুষ্ঠিত হয়।

ওইদিন সকাল ১০টায় মাদ্রিদ থেকে তিনটি বাস ও কয়েকটি প্রাইভেট গাড়ি নিয়ে যাত্রা শুরু করে আয়োজনকারীরা। সঙ্গে ছিলেন সর্বস্তরের বিক্রমপুর মুন্সিগঞ্জবাসী।

প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্যে মোড়া বনভোজনের স্পটটি বাংলাদেশি অভিবাসীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে। প্রবাসীদের উপস্থিতিতে যেন পরিণত হয় এক টুকরো বাংলাদেশে। এসময় পুরো রাসকাফ্রিয়া এলাকাটি বাংলা ভাষীদের কলকাকলিতে মুখরিত হয়ে ওঠে। শিশু-কিশোরদের বাঁধভাঙা আনন্দ-উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। নারী, পুরুষ, শিশুদের খেলাধুলা, র‌্যাফেল ড্র এবং পুরস্কার বিতরণীতে সাজানো ছিল দিনব্যাপী কর্মসূচি।

বিক্রমপুর মুন্সিগঞ্জ সমিতির সভাপতি মিল্টন ভূইয়া কচি ও সাধারণ সম্পাদক ইয়াং রাজ খান রাজুর তত্ত্বাবধানে অনুষ্ঠান পরিচালিত হয়। এতে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা এ কে এম জহিরুল ইসলাম, সাবেক সভাপতি মাহবুবুর রহমান ঝন্টু, সাবেক সাধারণ সম্পাদক রাসেল দেওয়ান, সাবেক সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন রানা, বর্তমান কমিটির সিনিয়র সহ সভাপতি আল আমিন শেখ, সহ সভাপতি কাজী বাবুল, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুজ্জামান, সংগঠনের প্রচার সম্পাদক রুবেল দেওয়ান, দপ্তর সম্পাদক বাবু, মহিলা সম্পাদিকা আফরোজা লতা, সদস্য এহছানুল হক রনক, জাকির হোসেন হিরা প্রমুখ।

অনুষ্ঠানে কৌতুক, দেশীয় গান, নৃত্য, আবৃত্তি সবাইকে নিয়ে গিয়েছিল প্রিয় মাতৃভূমি বাংলাদেশে। এতে বিশেষ আকর্ষণ ছিল বাংলাদেশি খাবারের ব্যাপক আয়োজন। দুপুরে বাংলাদেশি রকমারি সুস্বাদু খাবার পরিবেশন করা হয়।

নারীদের বালিশ খেলা, শিশুদের ফুটবল খেলা এবং শেষ পর্বে রাফেল ড্র বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

অংশগ্রহণকারী প্রবাসীরা বলেন, আমাদের সবাইকে আনন্দঘন একটি মুহূর্ত উপভোগের সুযোগ করে দেওয়ায় আমরা কমিটির দায়িত্বশীলদের ধন্যবাদ জানাই। দিন শেষে অতিথি, সদস্য ও কমিউনিটি নেতাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন সমিতির সভাপতি মিল্টন ভূইয়া কচি ও সাধারণ সম্পাদক ইয়াং রাজ খান রাজু।

এসএসএইচ