বৈধ পথে বাংলাদেশে রেমিট্যান্স পাঠানোর বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে যুক্তরাষ্ট্রে ঐক্যবদ্ধ হলেন নোয়াখালীর কোম্পানীগঞ্জের শতাধিক প্রবাসী। সোমবার (২৯ জুলাই) স্থানীয় সময় বিকেল ৫টায় নিউইয়র্ক সিটির কুইন্সে এক রেস্তোরাঁয় আয়োজিত অনুষ্ঠানে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় উপস্থিত যুক্তরাষ্ট্র প্রবাসী কোম্পানীগঞ্জের মুছাপুর ইউনিয়নের বাসিন্দা জিয়াউর রহমান ঢাকা পোস্টকে বলেন, আমরা দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে আছি। আমরা দেশকে ভালোবাসি। দেশের এই বিপদের সময় আমরা তাই বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে ঐক্যবদ্ধ হয়েছি। আমাদের সবার দায়িত্ব হলো আশপাশের সবাইকে জানানো। সে লক্ষ্যে আমরা কাজ করব।

সভায় উপস্থিত নুরুল করিম জুয়েল ঢাকা পোস্টকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে অনেক ইতিবাচক অর্জন ও পরিবর্তন ঘটেছে। কিন্তু স্বাধীনতা বিরোধী চক্র বাংলাদেশকে পিছিয়ে নিতে চায়। তারাই বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে নিষেধ করছে। তাই আমরা ঐক্যবদ্ধ হয়ে শপথ নিয়েছি যে দেশকে এগিয়ে রাখতে বৈধ পথে রেমিট্যান্স পাঠাব।

এংকর ট্রাভেলস অ্যান্ড মানি টান্সফারের স্বত্বাধিকারী এএসম উদ্দিন পিন্টু ঢাকা পোস্টকে বলেন, বৈধ পথে রেমিট্যান্স পাঠালে সরকার অতিরিক্ত বোনাস দিচ্ছে। কিন্তু অবৈধ পথে টাকা পাঠালে কালো টাকা সাদা হচ্ছে। এক শ্রেণির মানুষ টাকা পাচারের সুযোগ পায়। এতে করে আমাদের দেশ ক্ষতিগ্রস্ত হবে। আজকের সবাই কোম্পানীগঞ্জের বাসিন্দা হলেও তারা পুরো বাংলাদেশি কমিউনিটিতে বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে সচেতনতা বৃদ্ধি করবে। আমি এমন উদ্যোগকে স্বাগত জানাই।

হাসিব আল আমিন/এসকেডি