দ্বীপরাষ্ট্র মালদ্বীপে মাদকসহ আটক হয়েছেন দুই বাংলাদেশি। মঙ্গলবার (১৬ জুলাই) দেশটির ড্রাগ এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট এবং গোয়েন্দা বিভাগের যৌথ অভিযানে তাদের আটক করা হয়। 

আটক দুই বাংলাদেশির মধ্যে একজনের বয়স ২২ বছর ও আরেকজনের বয়স ৩৩ বছর। তবে, তাদের নাম ও বিস্তারিত পরিচয় প্রকাশ করা হয়নি।

স্থানীয় গণমাধ্যমের বরাতে পুলিশ জানিয়েছে, একটি অ্যাপার্টমেন্টে মাদক বিক্রি হচ্ছে, এমন সন্দেহের ভিত্তিতে একটি অ্যাপার্টমেন্টে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় ২৭৮টি রাবারের প্যাকেটে মোড়ানো মাদক জব্দ করা হয়। 

পুলিশ জানিয়েছে, ফৌজদারি আদালত তাদের দুজনকে ১৫ দিনের জন্য পুলিশ হেফাজতে পাঠিয়েছেন। মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তদন্তাধীন রয়েছে। 

প্রতি বছর মাদক সংক্রান্ত মামলায় কয়েক ডজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়।

কেএ