মালদ্বীপের ক্রীড়া অঙ্গনের উন্নয়নে সহযোগিতার অংশ হিসেবে এগিয়ে এসেছে বাংলাদেশ। দেশটির স্পোর্টস ফিটনেস অ্যান্ড রিক্রিয়েশন মিনিস্ট্রিতে ক্রীড়া সামগ্রী (ফুটবল, ভলিবল, ফুটসাল বল ও বিপস) দিয়েছেন মালদ্বীপস্থ বাংলাদেশ হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ। 

বৃহস্পতিবার ( ১১ই জুলাই) এ ক্রীড়া সামগ্রীগুলো হস্তান্তর করা হয়।

এক অনাড়ম্বর অনুষ্ঠানে মাধ্যমে দেশটির স্পোর্টস ফিটনেস অ্যান্ড রিক্রিয়েশন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমেদ রিয়াজ উক্ত ক্রীড়া সামগ্রী গ্রহণ করেন। তিনি হাইকমিশনারকে ধন্যবাদ জানান এবং প্রাপ্ত ক্রীড়াসামগ্রীসমূহ মালদ্বীপের ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে মর্মে বিশ্বাস করেন।

হাইকমিশনার সব ক্ষেত্রে মালদ্বীপের সঙ্গে সহযোগিতা আরও বৃদ্ধির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। 

অনুষ্ঠানে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও মিশনের কাউন্সেলর সোহেল পারভেজ উপস্থিত ছিলেন।

এমএ