দক্ষিণ আফ্রিকার কেপটাউনে বসবাসরত বাংলাদেশি নারী উদ্যোক্তা ফোরামের উদ্যোগে ‘নতুন ধানে, নতুন প্রাণে, চলো মাতি পিঠার ঘ্রাণে’ স্লোগানে শীতকালীন পিঠা উৎসব ও বস্ত্র মেলা-২০২৪ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আগামী ২১ জুলাই রোববার কেপটাউন রাইল্যান্ডের প্রাইমারি স্কুল মাঠে এ পিঠা উৎসবের আয়োজন করা হবে। 

আয়োজন নিয়ে দক্ষিণ আফ্রিকা কেপটাউন থেকে বাংলাদেশ নারী উদ্যোক্তা ফোরামের সমন্বয়ক লিমু মোস্তফা ও ডলি রহমান বিস্তারিত তুলে ধরেন। তারা জানান, সকাল এগারোটায় জাতীয় সংগীত পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হবে। মেলার প্রধান আকর্ষণ থাকবে শীতকালীন দেশীয় পিঠা। এছাড়া থাকছে বস্ত্র মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। 

মেলায় ৩০টি স্টল হবে বলে আশা করছেন আয়োজকরা। সেরা তিনটি স্টলকে দেওয়া হবে আকর্ষণীয় পুরস্কার। উপস্থিতদের মধ্যে থেকে লটারির মাধ্যমে দশজনকে দেওয়া হবে বিশেষ পুরস্কার। 

বাংলাদেশ নারী উদ্যোক্তা ফোরামের সদস্য নিতু খান, হামিদা ইয়াসমিন রত্না, সিমকি খান, নুসরাত ইয়াসমিন, মাসুমা আক্তার, সাফিকা রিয়া দক্ষিণ আফ্রিকার কেপটাউনে বসবাসরত প্রবাসীদের শীতকালীন পিঠা উৎসব ও বস্ত্র মেলায় পরিবার নিয়ে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।

এমএসএ