স্পেন বাংলা প্রেস ক্লাবের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন, কাতালোনিয়ার (অ্যাসোসিয়াসিয়ন কুলতুরাল দে বাংলাদেশ এন কাতালোনিয়া) নবনির্বাচিত নেতৃবৃন্দ।

রোববার (৭ জুলাই) বার্সেলোনার স্থানীয় একটি রেস্তোরাঁয় আয়োজিত এ মতবিনিময় সভায় বাংলাদেশি কমিউনিটির উন্নয়নে নানা কর্মসূচি গ্রহণের কথা জানান বাংলাদেশ অ্যাসোসিয়েশনের নতুন কমিটির সদস্যরা। 

এসময় সংগঠনটির সভাপতি করিম আলী স্পেনে বাংলা গণমাধ্যমে প্রতিনিধিত্বকারী সংগঠন স্পেন বাংলা প্রেস ক্লাবের সদস্যদের সহযোগিতা এবং পরামর্শ কামনা করেন। 

স্পেন বাংলা প্রেস ক্লাবের সভাপতি আফাজ জনি বলেন, বাংলাদেশি কমিউনিটির উন্নয়নমূলক কর্মকাণ্ডের খবর পরিবেশন করা প্রেস ক্লাবের সদস্যদের আনন্দ ও গর্বের উপলক্ষ্য। যেকোনো ভালো উদ্যোগে প্রেস ক্লাব সব সংগঠনের সঙ্গেই আছে ও থাকবে। 

মতবিনিময় সভায় স্পেন বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক ছালাহ উদ্দিন, সাহিত্য সম্পাদক সাদিয়ান আহমেদ, সদস্য সাহাদুল সুহেদ ও তুতিউর রহমান বক্তব্য দেন। এছাড়াও বক্তব্য দেন বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক রেদোয়ান আহমেদ, জাকির হোসেন ও ওয়াজিজুর রহমান মুজিব।

এমএ