অনিয়ন্ত্রিত করোনা পরিস্থিতিতে অক্সিজেন ও চিকিৎসা সরঞ্জামের অভাবে ভারতে ব্যাহত হচ্ছে করোনা রোগীর চিকিৎসা। এ অবস্থায় ভারতের জন্য কার্গো বিমানে অক্সিজেন ও চিকিৎসা সরঞ্জাম পাঠিয়েছে কুয়েত সরকার। 

সোমবার (৩ মে) কুয়েতের গণমাধ্যম আরব টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি ভারতে করোনাভাইরাসের নতুন স্ট্রেইন ছড়িয়ে পড়েছে। এতে প্রতিদিন আক্রান্ত হচ্ছেন প্রায় ৩ লাখের মতো মানুষ। সেখানে অক্সিজেনের অভাব ও হাসপাতালে চিকিৎসা না পেয়ে মারা যাচ্ছেন শত শত মানুষ। 

অক্সিজেন ও চিকিৎসা সরঞ্জাম নিয়ে ভারতে গেছে কার্গো বিমান

কুয়েত রেড ক্রিসেন্ট সোসাইটি (কেআরসিএস) সূত্রে জানা যায়, সোমবার (৩ মে) অক্সিজেন ও চিকিৎসা সরঞ্জাম নিয়ে ভারতের উদ্দেশে যাত্রা করে একটি কার্গো বিমান। এতে চিকিৎসা সামগ্রী, ওষুধ ও অক্সিজেন সিলিন্ডার রয়েছে।

কেআরসিএসের মহাপরিচালক আবদুল্লা রহমান আল-আউন জানান, ভারতের কুয়েত দূতাবাস এবং ইন্ডিয়ান রেড ক্রিসেন্টের সঙ্গে সমন্বয় করে হাসপাতালগুলোতে তাৎক্ষণিকভাবে মেডিকেল সরঞ্জাম সরবরাহ করা হবে।

করোনায় নাস্তানাবুদ বন্ধুপ্রতীম ভারতকে জরুরি ভিত্তিতে সহায়তার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে কুয়েত সরকার।

এইচকে/জেএস