সংহতি সাহিত্য পরিষদের উদ্যোগে লন্ডনে বর্ণাঢ্য আয়োজনে আগামী ৭ জুলাই অনুষ্ঠিত হচ্ছে বাংলা কবিতা উৎসব ২০২৪। পূর্ব লন্ডনের ব্রার্ডি আর্ট সেন্টারে অনুষ্ঠিতব্য উৎসবে থাকছে নানা মৌলিক ও সৃজনশীল অনুষ্ঠানমালা।

এ কবিতা উৎসবে অতিথি হিসেবে বাংলাদেশ থেকে এসে যোগ দেবেন শক্তিমান কবি, গবেষক ড. মোহাম্মদ সাদিক এমপি, কবি, বহুমাত্রিক লেখক ও সম্পাদক মুস্তাফিজ শফি ও বিশিষ্ট বাউল শিল্পী শফি মন্ডল।

এ উপলক্ষ্যে সংহতি সাহিত্য পরিষদ সোমবার (১ জুলাই) লন্ডন বাংলা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন সংগঠনের সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক সৈয়দা তুহিন চৌধুরী ও নির্বাহী সদস্য জাহেদি ক্যারল।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন মোহাম্মদ ইকবাল, আনোয়ারুল ইসলাম অভি, সৈয়দা নাজমিন হক ও সামসুল হক এহিয়া। 

তারা বলেন, সংহতির বাংলা কবিতা উৎসব ২০২৪ এর মাধ্যমে বাংলাদেশের বাইরে ছড়িয়ে থাকা প্রবাসীদের মাঝে বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্য চর্চার একটি ইতিবাচক বার্তা পৌঁছাবে।

লন্ডনে বাংলাভাষী সাংবাদিকবৃন্দের উপস্থিতিতে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংহতি সাহিত্য পরিষদের নেতৃবৃন্দ বলেন, বিলেতের প্রাচীন সাহিত্য, সাংস্কৃতিক সংগঠনগুলোর মধ্যে সংহতি সাহিত্য পরিষদ অন্যতম। 

সংহতির যাত্রা শুরু ১৯৮৮ সালে। যা প্রাতিষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে ১৯৮৯ সালের ফেব্রুয়ারি মাসে বিলেতের প্রথম মাসিক সাহিত্য পত্রিকা প্রকাশের মাধ্যমে। সাহিত্য সম্মেলন, কবিতা পাঠ, আবৃত্তি, নাটক, সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা উৎসব, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিভিন্ন দিবসগুলো পালনসহ নানা কর্মতৎপরতার পাশাপাশি বাংলা ভাষা ও সংস্কৃতিকে বিশ্বে তুলে ধরছে। দীর্ঘ ৩৫ বছর যুক্তরাজ্যে ধারাবাহিকভাবে লেখক, সাহিত্য ও সংস্কৃতিপ্রেমীদের জন্য এক মিলন মেলার কেন্দ্রস্থল হিসাবে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে সংহতি সাহিত্য পরিষদের রয়েছে প্রশংসনীয় অবদান।

বিলেতে বাঙালি কমিউনিটিতে সংহতি প্রথম বাংলা কবিতা উৎসবের আয়োজন করে ২০০৮ সালে। ‘বাংলা কবিতা উৎসব’ শিরোনাম হলেও সংহতির এই আয়োজনে বাংলা ভাষাসহ অন্যান্য ভাষা, সংস্কৃতির কবি, সাহিত্যিক, লেখক, সংগঠকদের আন্তর্জাতিক সম্মিলন ঘটে। বাংলাদেশ থেকে বাংলা ভাষার অন্যতম প্রধান কবি সাহিত্যিকরা উৎসবে অতিথি হিসেবে যোগ দেন।

এরই ধারাবাহিকতায় সংহতি সাহিত্য পরিষদের উদ্যোগে আগামী ৭ জুলাই অনুষ্ঠিত হচ্ছে বাংলা কবিতা উৎসব ২০২৪। এবারের উৎসবে অতিথি হিসেবে বাংলাদেশ থেকে আসছেন শক্তিমান কবি, গবেষক ড. মোহাম্মদ সাদিক এমপি, কবি, বহুমাত্রিক লেখক, সম্পাদক মুস্তাফিজ শফি ও বাউল শিল্পী শফি মন্ডল।

সংহতি বাংলা কবিতা উৎসবে আমাদের অন্যতম লক্ষ্য থাকে বিলেতবাসী ও প্রবাসী কবি সাহিত্যিকদের মৌলিক ও সৃজনশীল সম্মিলনের। তাদের সৃজনকর্মগুলো বিশেষ করে ব্রিটেনের বহুভাষা ও সংস্কৃতির কমিউনিটিতে বাংলা সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যের একটি আলোকিত স্ফুরণ ঘটে। এ লক্ষ্যে অনুষ্ঠান জুড়ে থাকছে কবি কণ্ঠে কবিতা পাঠ, আবৃত্তি, ব্রিটিশ -বাংলাদেশি নৃত্য শিল্পীদের অংশ গ্রহণে কবিতা নিয়ে নৃত্যালেখ্য । থাকছে কবিতা ও গীতি কবিতা বিষয়ক একটি সম্মিলিত বিশেষ পরিবেশনা।

অনুষ্ঠানে ব্রিটিশ-বাংলাদেশি শিশুদের অংশগ্রহণে পরিবেশিত হবে আবৃত্তির একটি বিশেষ পরিবেশনা। অনুষ্ঠানে অন্যতম আকর্ষণ বিশিষ্ট মরমি শিল্পী শফি মন্ডলের ঘণ্টাব্যাপী একক পরিবেশনা। যেখানে মূলত গুণী এই শিল্পীর কণ্ঠে বাউল ও লালন সংগীত দর্শকদের মুগ্ধতা ছড়াবে।

বাংলা কবিতা উৎসব ২০২৪ অনুষ্ঠিত হবে পূর্ব লন্ডনের হ্যানবারি স্ট্রিটের ব্রার্ডি আর্ট সেন্টারে। অনুষ্ঠান চলবে বিকাল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত। এর আগে আনুষ্ঠানিকভাবে উদ্বোধনী পর্ব শুরু হবে বেলা ২টায় পূর্বলন্ডনের আলতাব আলী পার্কের শহীদ মিনারের সম্মুখ থেকে ।

এ উৎসবে আনুষ্ঠানিকভাবে তিনটি পদক প্রদান করা হবে। এরমধ্যে সংহতি সাহিত্য পদক, আজীবন সম্মাননা পদক ও সংহতি গুণীজন সম্মাননা পদক।

এমএ