আবহমান বাংলার কৃষ্টি, ইতিহাস, ঐতিহ্যের সঙ্গে সেতু বন্ধন তৈরি করতে কানাডার ক্যালগেরির এসটি ডেভিড ইউনাইটেড চার্চে উৎসব মুখর ও বর্ণিল আয়োজনে ‘আমরা সবাই’ সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ভারতে পদ্মশ্রী পদকপ্রাপ্ত উপমহাদেশের বরেণ্য সংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার একক সংগীত সন্ধ্যা ও সংবর্ধনা।

বরফাচ্ছন্ন কানাডায় বছরের এ সময়টাতে প্রকৃতি ভিন্ন অবয়বে নতুন চেহারায় জেগে উঠলেও প্রকৃতিতে বিরাজ করে চাঞ্চল্য আর অস্থিরতার আমেজ। চারদিকে গাছগাছালিতে নতুন রূপ। এমন এক পরিবেশে শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা কণ্ঠে ধরলেন রবীন্দ্রনাথের গান, ক্যালগেরির এসটি ডেভিড ইউনাইটেড চার্চ কেঁপে উঠল, নড়ে উঠল, নেচে উঠল তার কণ্ঠে। সুর ও বাণীর মালা দিয়ে বাঁধলেন শ্রোতাভর্তি দর্শকদের।

বহু সম্প্রদায়ের দেশ কানাডায় দিনটি গতানুগতিক মনে হলেও প্রবাসী বাঙালিদের কাছে ছিল সম্পূর্ণ আলাদা, আবেগ-অনুভূতি-উচ্ছ্বাসে ভরে ওঠা মাধুর্যমণ্ডিত একটি সন্ধ্যা, যেন নিজেকে রবীন্দ্রনাথের ভালোবাসায় সমর্পিত ও উদ্ভাসিত করা।

কর্মময় একঘেঁয়েমি জীবন থেকে বেরিয়ে এসে প্রবাসী বাঙালিরা সুরে ও বাণীর মালায় ছুঁয়ে ছিলেন একে অপরকে। প্রবাসের মাটিতে প্রবাসীরা শিল্পীর বিভিন্ন গানের সুরে হারিয়ে খুঁজে ফেরেন শৈশবের সেই দিনগুলোকে।

এসটি ডেভিড ইউনাইটেড চার্চে উৎসব মুখর ও বর্ণিল আয়োজনে সংগীত প্রেমী নারী-পুরুষের পদচারণায় মন ভরে উঠেছিল অন্যরকম এক আবেগ ভালোবাসার মিলনমেলায়। বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর মানেই এক মোহের মাঝে আটকে যাওয়া, যে মোহ জীবনের নানা রঙের সঙ্গে পরিচিত করিয়ে দেয় নানা ঢঙে, নানা ছন্দে, নানা সুর ও বর্ণে। রবীন্দ্র সংগীত সন্ধ্যা প্রবাসীদের মধ্যে মাতৃভূমি এবং বাঙালির সাংস্কৃতিক চর্চার ধারাকে আরও সমৃদ্ধ করবে, এমন আশা আয়োজকদের।

বিশিষ্ট সংগীত শিল্পী ভারতে পদ্মশ্রী পদকপ্রাপ্ত উপমহাদেশের বরেণ্য সংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বলেন, ‘আমরা সবাই’ আয়োজিত একক সংগীত সন্ধ্যার এই আয়োজনে প্রবাসীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা দেখে আমি অভিভূত। ক্যালগেরির প্রবাসী বাঙালিদের দেশপ্রেম ও সংস্কৃতির প্রতি যে ভালোবাসা তা গভীরভাবে লক্ষ্য করেছি। আশা করি ভবিষ্যতেও এই চর্চা অব্যাহত থাকবে এবং আমাদের নতুন প্রজন্মের হাতে রবীন্দ্রনাথের যা কিছু রচনা, যা কিছু সৃষ্টি ভালো অনুবাদের মাধ্যমে তা তুলে দিতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত থেকে বিশিষ্ট নাট্যজন জামাল উদ্দিন হোসেন বলেন, দেশে-বিদেশে আমাদের শিল্প সাহিত্য সংস্কৃতির ধারাকে অব্যাহত রাখতে রেজাওয়ানা চৌধুরী বন্যার রয়েছে অসামান্য অবদান। সম্প্রতি তিনি ভারতের রাষ্ট্রীয় সম্মানীয় পদ্মশ্রী পদক পেয়ে আমাদের দেশের সুনামকে বাড়িয়ে তুলেছেন, তার এই প্রাপ্তি আমাদের সম্মানিত করেছে। আমরা খুবই গর্বিত।

ক্যালগেরির আমরা সবাই সংগঠনের সভাপতি রুপক দত্ত বলেন, রবীন্দ্রনাথের মৃত্যুর এতদিন পেরিয়ে গেলেও তার সাহিত্যকর্ম আজও স্বমহিমায় ভাস্বর। আজও আমাদের বাঙালি জীবনের বিভিন্ন ক্ষেত্রকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রেখেছে বিশ্ব কবির সাহিত্যকর্ম।

সংগঠনের সহ সভাপতি জয়ন্ত বসু বলেন, উপমহাদেশের রবীন্দ্র সংগীতের উজ্জ্বল নক্ষত্র, জীবন্ত ও কিংবদন্তি শিল্পী রেজোওয়ানা চৌধুরী বন্যাকে আমরা সংবর্ধনা দিতে পেরে খুবই আনন্দিত এবং নিজেদের সৌভাগ্যবান মনে করছি।

উল্লেখ্য, ভারতের সর্বোচ্চ চতুর্থ রাষ্ট্রীয় সম্মান পদ্মশ্রী পদক পাওয়ার পর এটি তার প্রথম কানাডা সফর। এর আগেও তিনি কানাডার ক্যালগেরিতে এসেছেন।

এসএসএইচ