আমিরাতে সিলেট বিভাগ প্রবাসী উন্নয়ন পরিষদের ঈদ পুনর্মিলনী
সংযুক্ত আরব আমিরাতে সিলেট বিভাগের প্রবাসীদের নিয়ে গঠিত সিলেট বিভাগ প্রবাসী উন্নয়ন পরিষদের ঈদ পুনর্মিলনী ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ জুন) বাংলাদেশ সমিতি শারজার বঙ্গবন্ধু হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্বে করেন সংগঠনের সভাপতি এম এ কুদ্দুস খাঁ মজনু।
বিজ্ঞাপন
সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন চৌধুরী এবং মির্জা হাবিবুর রহমানের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা এম এ মালেক মলিক। এতে প্রধান বক্তা ছিলেন প্রধান পৃষ্ঠপোষক মোহাম্মদ এস আলম। বিশেষ অতিথি ছিলেন ফারুক আহমেদ, মুহাম্মদ নাসিরুল হক, আব্দুল হক চৌধুরী শায়েস্তা, শাজিদুর রহমান সাচ্চু, মাওলানা আব্দুল জলিল, মোহাম্মদ আলী সোহেল, আব্দুল মজিদ, এম এ মুহিত চৌধুরী ও জুনেদ আহমদ।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুমায়ুন রশীদ, আশিক আহমেদ চৌধুরী, শামীম আহমেদ, শামীম উদ্দিন, নিজাম উদ্দিন ইসমাইল, আব্দুর জব্বার এলাইছ, আছকান আলি, আব্দুর রহমান, আবুল কালাম আজাদ, মির্জা আবু সুফিয়ান, মোতাহার হোসেন চৌধুরী, আব্দুস সামাদ ও দেলওয়ার আহমেদ (লোকমান)।
ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বহির্বিশ্বে সিলেটিরা নিজ গুণে সম্মানিত হচ্ছেন। ব্রিটিশ পার্লামেন্ট থেকে শুরু করে ইউরোপ, আমেরিকা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রাজনৈতিক ও সামাজিকভাবে শক্ত অবস্থান করে নিয়েছেন। মানবিক কাজেও ব্যাপক অবদান রাখছেন। মধ্যপ্রাচ্যেও পিছিয়ে নেই সিলেটসহ বাংলাদেশি প্রবাসীরা। ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণসহ নানা দিকে উন্নতির দিকে এগোচ্ছেন।
সিলেট বিভাগ প্রবাসী উন্নয়ন পরিষদ প্রবাসীদের জন্য কাজ করে বলে জানান সংগঠনের নেতৃবৃন্দ। ইতোমধ্যে একাধিক মরদেহ দেশে প্রেরণ ও অসুস্থ প্রবাসীর চিকিৎসা খরচে ভূমিকা রেখেছে সংগঠনটি। সংগঠনের মধ্যে যাদের আর্থিক অবস্থা তেমন ভালো নয়, তাদের বিনামূল্যে প্রবাসী কল্যাণ কার্ড দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
হাফিজ ইসলাম উদ্দিনের পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সূচিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হুমায়ুন রশীদ। এছাড়া, বক্তব্য রাখেন জাফর খাঁ, লোকমান হোসেন, মোহাম্মদ সোহেল, মোহাম্মদ জনি, আবুল হোসেন লিমন, জামিল আহমেদ চৌধুরী, বাবলু আহমেদ, মামুন আহমেদ, আবুল হোসেন জগলু, ক্বারী আব্দুর রহমান, আখলাক আহমেদ, জিহাদ আহমেদ, আবু সুফিয়ান, সৈয়দ আনোয়ার হোসেন, সোহাগ মিয়া, আব্দুল আজিম, আশিক চৌধুরী, আব্দুল আজিম, সৈয়দ শরীফ হোসেন, হাফিজ আকমল হোসেন, রিয়াজ উদ্দিন, শেখ আহমেদ ও সুমন আহমেদ।
সভায় সিলেটের চলমান বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য দোয়া করা হয়। বানভাসি মানুষের পাশে দাঁড়াতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বানও জানানো হয়।
কেএ