বাহরাইনে নোয়াখালী সোসাইটির আয়োজনে ঈদ পুনর্মিলনী ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ জুন) বাহরাইনে বসবাসরত নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুরের প্রবাসীদের নিয়ে এ প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের শ্রম সচিব মাহফুজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী সোসাইটি বাহরাইনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার হুমায়ুন কবির।

বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইনের সভাপতি আইনুল হক, লিন্নাস গ্রুপের চেয়ারম্যান জয়নুল আবেদিন, স্কয়ার মেডিকেল সেন্টারের চেয়ারম্যান তাওলাদ হোসেনসহ বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রীতি ফুটবল ম্যাচে সংগঠনের সদস্যদের নিয়ে গঠন করা হয় সাদা ও লাল দল। এই দুই দলের প্রতিযোগিতামূলক খেলায় সাদা দল ৭-৫ গোলে বিজয়ী হয়। সাদা দলের নেতৃত্ব দেন দূতাবাসের শ্রমসচিব মাহফুজুর রহমান। লাল দলের নেতৃত্ব দেন নোয়াখালী সোসাইটির সাধারণ সম্পাদক শহীদ হোসেন।

ঈদ পুনর্মিলনী ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠানে দুই শতাধিক বাহরাইন প্রবাসী উপস্থিত ছিলেন।

এসএসএইচ