স্মৃতি আর আনন্দ-বেদনায় কানাডা প্রবাসীদের ঈদ উদযাপন
কানাডায় আনন্দমুখর পরিবেশে ঈদুল আজহা উদযাপন করছেন প্রবাসী বাংলাদেশিরা। ঈদের দিনে প্রবাসীরা মিলিত হন একে অন্যের সঙ্গে। কানাডা প্রবাসী বাংলাদেশিরা ঈদের নামাজ শেষে চলে যান কোরবানি দিতে।
কানাডায় নির্দিষ্ট স্থানে কোরবানি দেওয়া বাধ্যতামূলক। নির্ধারিত ফার্মগুলোতেই কোরবানি দিয়েছেন প্রবাসীরা। ভোরে নতুন পোশাক পরে ঈদের নামাজ আদায় করেছেন প্রবাসীরা। মসজিদে নামাজ শেষে পরিবার-পরিজন নিয়ে বন্ধুবান্ধব ও আত্মীয়-স্বজনের বাসায় ঘুরতে বের হয়েছেন তারা।
বিজ্ঞাপন
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সবাই মেতে ওঠেন গল্প-আড্ডায়। ক্যালগেরি, অটোয়া, টরন্টো, মন্ট্রিয়লসহ কানাডাজুড়ে বর্ণাঢ্য আয়োজনে ঈদ উদযাপন করছেন প্রবাসী বাংলাদেশিরা। ঈদের দিনের এ আড্ডার পাশাপাশি চলছে ঈদ উপলক্ষ্যে নানা সুস্বাদু খাবারের আয়োজন।
আরও পড়ুন
এবিএম কলেজের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট ড. মো. বাতেন বলেন, বাংলাদেশের মতো আনন্দ করে এখানে ঈদ হয় না। আমরা প্রবাসী বাঙালিরা একে অন্যের বাড়িতে যাই, শুভেচ্ছা বিনিময় করি। রোমন্থন করি দেশের সেই সময়ের স্মৃতি। নতুন প্রজন্মের অনেকেই আমাদের সময়কার সেই ঈদের আনন্দ বুঝতে পারবে না। সবাইকে ঈদের শুভেচ্ছা।
ক্যালগেরির কমিউনিটি ব্যক্তিত্ব ও বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী ইকবাল রহমান বলেন, সবই আছে, শুধু সময়টাই নেই। ঈদের দিন সময় বের করে বাংলাদেশের আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধবদের সঙ্গে ফোনে কথা হয়। এতটুকুই। তবু প্রবাসের ঈদ পরিবার-পরিজন নিয়ে উপভোগ করি, আনন্দ করি।
স্মৃতির জানালায় ঈদের দিনটা বড় কষ্ট হয়ে দেখা দেয় প্রবাস জীবনে। মনে করিয়ে দেয় শৈশবের বেড়ে ওঠার দিনগুলো। মনে করিয়ে দেয় বাবা-মায়ের সঙ্গে ঈদের আনন্দ। এতকিছুর পরও স্বজনরা ভালো থাকুক, এমনটাই প্রত্যাশা প্রবাসী বাংলাদেশিদের।
এসএসএইচ