অর্থ মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব ও মালদ্বীপ হাইকমিশনের প্রথম সচিব প্রয়াত টি কে এম মুশফিকুর রহমানকে স্মরণ করলেন প্রবাসী বাংলাদেশিরা। শুক্রবার (৭ জুন) বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান এম আই ইন্টারন্যাশনাল কলেজ অডিটোরিয়ামে মুশফিকুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মোহাম্মদ ইজাজ আহাম্মেদের সঞ্চালনায় এম আই ইন্টারন্যাশনাল কলেজের চেয়ারম্যান আহমেদ মুত্তাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ। আরও উপস্থিত ছিলেন হাইকমিশনের শ্রম কাউন্সেলর মো. সোহেল পারভেজ, চক্ষু বিশেষজ্ঞ ড. মুক্তার আলী লস্কর।

প্রধান অতিথির বক্তব্যে হাইকমিশনার এস এম আবুল কালাম আজাদ বলেন, কিছু মানুষ মারা গেলেও কর্মগুণে বেঁচে থাকেন। এমনই একজন ব্যক্তি প্রয়াত টি কে এম মুশফিকুর রহমান। তিনি দুনিয়াতে থাকা অবস্থায় ভালো কাজের মাধ্যমে মালদ্বীপ প্রবাসীদের মাঝে স্মরণীয় হয়ে আছেন। যার ফলে দুনিয়া ও আখেরাতে শান্তি পাওয়া যায়।

এতে আরও উপস্থিত ছিলেন মালদ্বীপ আওয়ামী লীগের সভাপতি দুলাল মাতবর, বিএনপি মালিক শাখার সভাপতি মো. খলিলুর রহমান, ভিউ কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান ও মালদ্বীপ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুলাল হোসেন, এনবিএল মানি ট্রান্সফার লিমিটেডের লোকাল ডিরেক্টর হান্নান খান কবির ও সিও মাসুদুর রহমান, মজিবুর রহমান, আসফী মালদ্বীপ প্রাইভেট লিমিটেড সিইও মো. হাদিউল ইসলাম, ঢাকার ট্রেডার্স প্রাইভেট লিমিটেড সিইও মো. বাবুল ইসলাম, মা ইনভেস্টমেন্ট প্রাইভেট লিমিটেড সিইও মো. আলতাফ হোসেন, ফুড অ্যান্ড ফুড প্রাইভেট লিমিটেড সিইও মো. নুরে আলম রিন্টু, ব্যবসায়ী মনির হোসেনসহ হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারী, রাজনীতিবিদ, সাংবাদিক, ব্যবসায়ী ও বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি।

অনুষ্ঠানে প্রয়াত টি কে এম মোসফিকুর রহমান আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন মাওলানা মো. তাজুল ইসলাম।

এসএসএইচ