আমিরাতে বৈধ পথে এখনো কর্মী আসছেন : কনসাল জেনারেল
ভিসা সহজীকরণসহ প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল বিএম জামাল হোসেনের সঙ্গে প্রেসক্লাব ইউএইর বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ জুন) দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটের এ বৈঠকে বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর নবনির্বাচিত কমিটির সদস্যরা অংশ নেন। কনসাল জেনারেল বিএম জামাল হোসেন ছাড়াও উপস্থিত ছিলেন কনস্যুলেটের প্রেস উইংয়ের প্রধান প্রথম সচিব মুহাম্মদ আরিফুর রহমান।
বিজ্ঞাপন
বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশীদ, সিনিয়র সহ-সভাপতি কামরুল হাসান জনি, সহ-সভাপতি এস এম মোদাসসের শাহ, সাধারণ সম্পাদক মোহাম্মদ মোরশেদ আলম, যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল শাহীন, সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক আহমদ, অর্থ সম্পাদক মোহাম্মদ শাহজাহান, প্রচার ও প্রকাশনা সম্পাদক নওশের আলম সুমন, নির্বাহী সদস্য সৈয়দ খোরশেদ আলম, শাফায়াত উল্লাহ ও সহযোগী সদস্য শামসুল হক।
আরও পড়ুন
বৈঠকে বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর পক্ষ থেকে ভিসা সহজীকরণের জন্য উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়। এ ছাড়া, পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের তথ্যের অমিলের সমাধান, বাংলাদেশ থেকে কাজের কথা বলে নারীদের দিয়ে অনৈতিক কাজ করানো চক্রের বিরুদ্ধে ব্যবস্থার আহ্বান, অসহায় নারী কর্মীদের জন্য সেফ হোমের দাবিও জানানো হয়।
কনসাল জেনারেল বিএম জামাল হোসেন বলেন, আমিরাতে সরকারি ও আধাসরকারি প্রতিষ্ঠানে ভিসা বন্ধ নয়। সম্প্রতি ১৬টি কোম্পানি বাংলাদেশ থেকে ১২-১৫ হাজার কর্মী নেওয়ার আগ্রহ দেখিয়েছে। বৈধ পথে বা সঠিকভাবে এখনো কর্মী আসছেন আমিরাতে। ভ্রমণ ভিসার ক্ষেত্রে একটু কড়াকড়ি হলেও একইভাবে সত্যিকারের ভ্রমণকারীরা ঠিকই আসতে পারছেন।
তিনি বলেন, সার্টিফিকেট জালিয়াতি, নারী কর্মীদের অনৈতিক কাজে বাধ্য করানো, পুরুষ কর্মীকে নারী কর্মী হিসেবে ভিসা বের করাসহ বেশ কিছু আইনবহির্ভূত কাজ করার কারণে দেশের ইমেজ সঙ্কটে পড়ার আশঙ্কা রয়েছে। তা ছাড়া এসব কর্মের কারণে ভিসা জটিলতা সৃষ্টি হয়েছে। যে বা যারা এসব অন্যায় কাজ করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিএম জামাল হোসেন প্রেসক্লাবের কার্যক্রমের প্রশংসা করে বলেন, সম্প্রতি আমিরাতে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও দেশের ভাবমূর্তি বৃদ্ধিতে প্রেসক্লাব যেভাবে কাজ করে যাচ্ছে তা অত্যন্ত প্রশংসনীয় ও চমকপ্রদ।
বৈঠক শেষে নবনির্বাচিত নতুন কমিটির পক্ষ থেকে কনসাল জেনারেল বিএম জামাল হোসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এমজে