মালয়েশিয়ায় পাহাং, প্রদেশের রাজধানী কুয়ানতান শহরে প্রবাস স্কিমে অংশগ্রহণ ও বৈধপথে রেমিট্যান্স প্রেরণে উদ্বুদ্ধ করতে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে একটি প্রচারণা সভা অনুষ্ঠিত হয়।

রোববার (২ জুন) অনুষ্ঠিত এ সভায় বক্তব্য দেন হাইকমিশনের কাউন্সেলর (শ্রম) সৈয়দ শরিফুল ইসলাম।

ওইদিন বেলা ১১টায় পাছার মিনি সানমুন ভেন্যুতে বাংলাদেশ হাইকমিশন আয়োজিত প্রচারণা সভায় কাউন্সিলর (শ্রম) নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সব প্রবাসীকে প্রবাস স্কিমে অংশগ্রহণের অনুরোধ করেন। তিনি বৈধপথে রেমিট্যান্স প্রেরণের গুরুত্ব, প্রবাসী স্কিমের সুবিধা, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্য হওয়ার সুবিধা সম্পর্কেও আলোচনা করেন।

আলোচনা সভায় বক্তব্য দেন বাংলাদেশ হাইকমিশনের কাউন্সেলর (কনস্যুলার) মো. মোরশেদ আলম, কাউন্সেলর (পাসপোর্ট ও ভিসা) মিয়া মোহাম্মদ কেয়ামউদ্দিন এবং মালয়েশিয়ার এনবিএল মানি ট্রান্সফারের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আলী হায়দার মুর্তুযা। অন্যদের মধ্যে ইএসকেএলের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

এছাড়াও হাইকমিশনের কর্মকর্তারা প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানে প্রয়োজনীয় পরামর্শ দেন। এসময় বিভিন্ন পেশার প্রবাসী বাংলাদেশিসহ হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এসএসএইচ