যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের দুই দিনব্যাপী কনস্যুলার সেবা দেবে ওয়াশিংটন বাংলাদেশ দূতাবাস। আগামী ৮ জুন ও ৯ জুন প্রবাসীদের সেবা দিতে মিশিগানে অবস্থান করবে দূতাবাসের একটি ভ্রাম্যমাণ টিম।

ওয়ারেন শহরের নাইন মাইল রায়হান প্লাজায় বাংলাদেশি রেস্টুরেন্ট রান্নাঘরে শনিবার ও রোববার এ দুই দিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সেবা কার্যক্রম চলবে।

এ কার্যক্রম সফল করতে সহযোগিতা করছেন মিশিগান স্টেট ও মিশিগান মহানগর আওয়ামী লীগ নেতারা। এ লক্ষ্যে শনিবার (১ জুন) রাতে রান্নাঘর রেস্টুরেন্টে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন আওয়ামী লীগ নেতারা।

ভ্রাম্যমাণ এ ক্যাম্প থেকে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি), নো ভিসা রিকোয়ার্ড (এনভিআর) এবং ডুয়েল ন্যাশনালিটি সার্টিফিকেট (ডিএনসি) সেবা দেওয়া হবে বলে দূতাবাসের ফেসবুক পেজ সূত্রে জানা গেছে।

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন মিশিগান স্টেট আওয়ামী লীগ সভাপতি ফারুক আহমেদ চান, সেক্রেটারি আবু আহমেদ মুসা, মিশিগান মহানগর আওয়ামী লীগ সভাপতি আব্দুস শাকুর খান মাখন ও সেক্রেটারি মোহাম্মদ মোতালিব।

এসএসএইচ