মালয়েশিয়ার সড়কে প্রাণ গেল বাংলাদেশির
মালয়েশিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার (১ জুন) সকাল সাড়ে ১০টার দিকে দেশটির পাহাং রাজ্যের জালান তেমেরলোহ-জেরান্তুত’র মধ্যবর্তী সড়কে দুই লরির সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।
তেমেরলোহ জেলা পুলিশের প্রধান সহকারী কমিশনার মাজলান হাসান জানান, তেমেরলোহ থেকে জেরান্তুতগামী লরিটি ডানদিকের জংশনে প্রবেশের জন্য অপেক্ষমাণ ছিল। এসময় পামওয়েলের ফল বোঝাই আরেকটি লরি এসে পেছনে ধাক্কা দেয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, ধাক্কা দেওয়া লরিটির ভেতরে থাকা ২৮ বছর বয়সী বাংলাদেশি হেলপার ঘটনাস্থলেই মারা যান। সেইসঙ্গে ডান হাতে গুরুতর আঘাত পান লরিটির চালক। তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অপর লরির বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
দুর্ঘটনায় নিহত বাংলাদেশির মরদেহ ময়নাতদন্তের জন্য সুলতান হাজি আহমদ শাহ হাসপাতালে পাঠানো হয়েছে। তার বিস্তারিত পরিচয় জানায়নি পুলিশ।
এসএসএইচ