সংযুক্ত আরব আমিরাতে সফররত চট্টগ্রামের জ্যেষ্ঠ সাংবাদিক ও প্রবাসী বিষয়ক কনসালট্যান্ট এজাজ মাহমুদের সঙ্গে মতবিনিময় সভা করেছে আমিরাতে কর্মরত বাংলাদেশি গণমাধ্যমের সংবাদকর্মীদের পেশাজীবী সংগঠন বাংলাদেশ প্রেস ক্লাব ইউএই।

রোববার (২৬ মে) রাতে শারজাহ’র একটি হোটেল এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মামুনুর রশীদ।

সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ মোরশেদ আলমের সঞ্চালনায় মতবিনিময় সভায় অংশ নেন সাবেক সভাপতি শিবলী আল সাদিক, সিনিয়র সহ সভাপতি কামরুল হাসান জনি, সহ সভাপতি এস এম মোদাসসের শাহ, যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল শাহীন, সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক আসিফ।

‘দেশের বাইরে থেকে বাংলাদেশের গণমাধ্যমে কাজ করা অনেক বেশি চ্যালেঞ্জিং। ব্যক্তিগত কাজের ফাঁকে বিদেশে বসে সাংবাদিকতা করা সংগ্রামের।’ প্রবাসী সাংবাদিকদের দৈনন্দিন কর্মযজ্ঞ তুলে ধরে এমন মন্তব্য করেন এজাজ মাহমুদ।

এসময় তিনি প্রবাসে থাকা সাংবাদিকদের সংবাদ যোদ্ধা উল্লেখ করে বলেন, ‘নানা প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও সাংবাদিকতা পেশায় প্রবাসে যারা নিয়োজিত রয়েছেন মূলত প্রবাসী সংবাদ যোদ্ধা। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও পেশাদারিত্বের দিক থেকে আমিরাতের গণমাধ্যমকর্মীরা যথেষ্ট এগিয়ে আছেন। তাদের এই কর্মের যথাযথ মূল্যায়ন করা জরুরি।’

দেশে থাকা প্রবাসী পরিবারের সদস্যদের দ্রুত পুলিশি সেবা ও আইনি সহায়তার জন্য বিভিন্ন জেলায় পুলিশের ‘প্রবাসী সহায়তা ডেস্ক’ চালুর পেছনে ভূমিকা রাখায় এজাজ মাহমুদকে ধন্যবাদ জানান প্রেস ক্লাবের নেতারা। প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে দেশের গণমাধ্যমকে আরও বেশি সোচ্চার হওয়ার প্রত্যাশাও করেন তারা।

এসময় অন্যদের মধ্যে সংগঠনের তথ্য ও প্রযুক্তি সম্পাদক মুহাম্মদ ইরফানুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মুহাম্মদ নিয়াজ, সদস্য সৈয়দ খোরশেদ আলম, জাসেদুল ইসলাম, আরিফ শিকদার বাপ্পী, শামসুল হক ও মোশাররফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এসএসএইচ