বাংলাদেশ ও কাতারের মধ্যে ৫০ বছরের সফল কূটনৈতিক সম্পর্ক উদযাপন ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির বাংলাদেশে ঐতিহাসিক সফল সফর উপলক্ষ্যে রিল্যায়েন্ট ইভেন্টস অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট এবং বাংলা ইভেন্ট ইন্টারন্যাশনালের সহযোগিতায় কাতারে বাংলাদেশ দূতাবাস ক্রাউন প্লাজার সেমিনার হল হিকমাতে ‘বাংলাদেশ ট্রেড ফেয়ার কাতার ২০২৪’ এর উদ্বোধন করা হয়েছে।

রাষ্ট্রদূত নজরুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। রিল্যায়েন্ট ইভেন্টস সিইও এম এ মুরাদ হোসেইন, বাংলাদেশ থেকে আগত মেলায় অংশগ্রহণকারী সংস্থার সদস্য, বাংলাদেশ কমিউনিটির সদস্য, কাতারে অন্যান্য দেশের কমিউনিটির সদস্য, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রদূত উদ্বোধনী বক্তব্যে ‘বাংলাদেশ ট্রেড ফেয়ার কাতার ২০২৪’ আয়োজনের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি এ আয়োজনের মাধ্যমে বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা তৈরি হবে বলে আশা প্রকাশ করেন।

তিনি আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে বাংলাদেশের অর্জন বিদেশের মাটিতে প্রদর্শনের সুযোগ এ ধরনের আয়োজনের মাধ্যমে দূতাবাস করে থাকে। তিনি ভবিষ্যতে এমন আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার কথা ব্যক্ত করেন।
রাষ্ট্রদূত বাংলাদেশ ও কাতারের মধ্যে ঐতিহাসিক সম্পর্কের উদযাপন উপলক্ষ্যে আয়োজিত ‘বাংলাদেশ ট্রেড ফেয়ার কাতার ২০২৪’ –এ অংশগ্রহণ করার জন্য সবাইকে আমন্ত্রণ জানান।

বাংলাদেশের আবাসন ও পর্যটন খাতের সম্ভাবনা তুলে ধরে রিল্যায়েন্ট ইভেন্টস অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্টের সিইও এম এ মুরাদ হোসেইন বাংলাদেশে রেমিট্যান্স বৃদ্ধিতে এমন আয়োজন খুব গুরুত্বপূর্ণ বলে অভিমত ব্যক্ত করেন এবং মেলা সফলভাবে  আয়োজনে সবার সহযোগিতা কামনা করেন।

পরে সবার উপস্থিতিতে রাষ্ট্রদূত নজরুল ইসলাম অনুষ্ঠানে ফিতা কেটে ‘বাংলাদেশ ট্রেড ফেয়ার কাতার ২০২৪’ এর উদ্বোধন করেন।

তিন দিনব্যাপী এ ট্রেড ফেয়ারে বাংলাদেশ ও কাতারের মধ্যকার বহুমুখী ব্যবসায়িক সম্ভাবনা ও বিভিন্ন খাতে বিনিয়োগের ওপর সেমিনার ও ‘বিজনেস টক’ এর আয়োজন করা হয়েছে। এছাড়াও বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে ছড়িয়ে দিতে মেলায় বাংলাদেশি শিল্পীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এনআই/এসএসএইচ