যুক্তরাজ্যে সফররত কলকাতার বিশিষ্ট সাংবাদিক শর্মিলা মাইতির সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সদস্যদের এক প্রীতি আড্ডা ও মতবিনিময় সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২১ মে) বিকেলে পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রেসিডেন্ট, গবেষক, সাংবাদিক আনসার আহমদ উল্লাহর সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক, ডিবিসি নিউজের যুক্তরাজ্য প্রতিনিধি জুবায়ের আহমদের উপস্থাপনায় বক্তব্য দেন ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ফাউন্ডার প্রেসিডেন্ট, সাবেক অধ্যক্ষ মুহাম্মদ শাহেদ রাহমান, সংগঠনের সহসভাপতি, জগন্নাথপুর টাইমসের সম্পাদক অধ্যাপক সাজিদুর রহমান, শিক্ষিকা প্রিয়াংকা গুপ্তা প্রমুখ।

শুভেচ্ছা জানিয়ে অতিথি সাংবাদিক শর্মিলা মাইতির সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরেন ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির অ্যাসিসট্যান্ট সেক্রেটারি ড. আজিজুল আম্বিয়া।

প্রীতিসভায় বক্তারা বলেন, প্রবাসে তরুণ-প্রবীণ সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে কমিউনিটিতে অনন্য ভূমিকা পালন করছেন। বিলেতে বাংলা সংবাদপত্রের ইতিহাস শতবর্ষ পাড়ি দিয়েছে। পাশাপাশি বাংলা ভাষা সাহিত্য সংস্কৃতি আন্তর্জাতিক পর্যায়ে আরও বিকশিত করার লক্ষ্যে বিলেতে বাঙালিরা কাজ করে যাচ্ছেন।

এ প্রীতি আড্ডায় বক্তারা আরও বলেন, এপার বাংলা, ওপার বাংলা ও তৃতীয় বাংলার মধ্যে  বাংলা ভাষাভাষী শিল্প সংস্কৃতির মৈত্রী সম্পর্ক আরও সুদৃঢ় হবে। আর তরুণ-প্রবীণ সাংবাদিক ও সংস্কৃতি কর্মীরা এর সেতুবন্ধন হয়ে আছেন, থাকবেন।

অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন ২৬শে টেলিভিশনের সিইও জামাল খান, বিশ্ববাংলা নিউজ২৪ এর সম্পাদক শাহ মোস্তাফিজুর রহমান বেলাল, হবিগঞ্জ এক্সপ্রেসের লন্ডন প্রতিনিধি এ রহমান অলি, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য এনএল২৪ এর হেফাজুল করিম রাকিব, সাংবাদিক হাফসা ইসলাম, এটিএন বাংলা ইউকের মুকুল, কমিউনিটি অ্যাক্টিভিস্ট হোসনে আরা মতিন, কমিউনিটি অ্যাক্টিভিস্ট শর্মিষ্টা হালদার, আশরাফুল হক, অভিষেক ঘটক, কমিউনিটি অ্যাক্টিভিস্ট সানাউল্লাহসহ অনেকে।

অনুষ্ঠানের একপর্যায়ে অতিথি সাংবাদিক শর্মিলা মাইতিকে ফুল, বই ও বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন উপস্থিত নেতারা।

উল্লেখ্য শর্মিলা মাইতির উপস্থাপনায় শর্মিলা শো নামে একটি চ্যানেল ইউটিউব ও ফেসবুকে ইতোমধ্যে এক মিলিয়ন সাবস্ক্রাইবার অতিক্রম করেছে। তিনি আনন্দবাজার পত্রিকা, আনন্দলোক, টাইমস অব ইন্ডিয়া, জি২৪ ঘণ্টা চ্যানেলের বিনোদন সাংবাদিক ও অ্যাঙ্কর। আনন্দবাজার গ্রুপের পক্ষ থেকে ‘অপরাজিতা’ সম্মাননা ও দুবাই থেকে উমা এক্সেলেন্স পুরস্কার পেয়েছেন তিনি।

এসএসএইচ